সংগৃহীত
নারী

নারীর চলাফেরা দেখা যায়, এমন জানালা নিষিদ্ধ আফগানিস্তানে

আমার বাঙলা ডেস্ক

আফগানিস্তানে আবাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন আদেশ জারি করেছে তালেবান প্রশাসন। আদেশে বলা হয়েছে, বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না। এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়; যার মাধ্যমে ‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।’ সরকার দাবি করছে, নারীদের সম্মান ও পবিত্রতা বজায় রাখতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই আদেশের বিষয়ে উল্লেখ করে বলেছেন, ‘বাড়ির বাইরে থেকে কেউ রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে— তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে।’

নতুন এই আদেশে সরকার পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায় এমন ভবনগুলো খুঁজে বের করা হয়। কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের দূরে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে তালেবান প্রশাসন। দেশটিতে মেয়েদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আফগান প্রশাসনের এমন পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে তালেবান প্রশাসন দাবি করছে, তারা ইসলামিক আইন অনুযায়ী নারী ও পুরুষদের অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হুমায়ুন কবির সিকদারের জন্মদিন উদযাপন

নব আলো সাহিত্য সংহতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ...

এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে...

বর্ষবরণে পুড়েছে আতশবাজি, ওড়েছে ফানুস

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টীয় নতুন বছর...

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জানালেন শিক্ষা উপদেষ্টা 

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন...

রাজবাড়ীতে প্রথম দিনে অনেক মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি

রাজবাড়ীতে বছরের প্রথম দিনে অনেক মাধ্যমিক বিদ্যালয়ে...

ড. সৈয়দ রনোর জন্মদিনে নব আলো সাহিত্য সংহতির শুভেচ্ছা

অন্যধারা সাহিত্য সংসদের ১১ বছর পূর্তি এবং কবি ড. সৈয়দ রনোর জন্মদিন উপলক্ষে নব...

হুমায়ুন কবির সিকদারের জন্মদিন উদযাপন

নব আলো সাহিত্য সংহতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ...

চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর 

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ইসকনের প্রাক্তন...

আল-জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার ফিলি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা