নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার এবং সিটিসি সদস্য ছাবিনা ইয়াসমিনের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন গোপালপুর গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মানব পাচারের শিকার কয়েকজন ভুক্তভোগী পরিবারের সদস্যরা । এ ছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, জেলা সিটিপ কমিটির সদস্য পিয়াল আহম্দে, ইমন হাসানসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরিবার থেকে নারী নির্যাতন বিষয়ে সচেতনতা বাড়াতে হবে; যেন দেশে বৃহত্তরভাবে নারী নির্যাতন প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ে।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের অধিকাংশ নারী প্রতারণার ফাঁদে পড়ে বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হন। কাজেই আমরা বিদেশে যাবো কিন্তু কোনো দালালের মাধ্যমে যাবো না।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার হতে উদ্ধার হওয়া নারী ও পুরুষদের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
আমারবাঙলা/এমআরইউ