আন্তর্জাতিক ডেস্ক: বাসমতি চাল ছাড়া সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারী দেশ ভারত।
শুক্রবার (২৫ আগস্ট) এ নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক বাজারে মোট চালের যোগানের ৪০ শতাংশেরও বেশি ভারত থেকে আসে।
চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে চালের উৎপাদন কম হওয়ায় গত জুলাই মাসে বাসমতি ছাড়া সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির এ নিষেধাজ্ঞার পর থেকেই বিশ্ব বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চাল বিক্রি যে দামে হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে রেকর্ড।
সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর আতপ চালের রফতানি বৃদ্ধি পাচ্ছিল। এতে লাগাম টানতেই এ অতিরিক্ত রফতানি শুল্ক আরোপ করা হয়েছে বলে ধারণা করছেন ভারতীয় রফতানিকারকরা।
প্রসঙ্গত, গত বছর ৭৪ লাখ টন আতপ চাল রফতানি করেছিল ভারত।
দেশটির রাজধানী নয়াদিল্লি ভিত্তিক একটি চাল রফতানি সংস্থার ডিলার জানান, আন্তর্জাতিক বাজারে সেদ্ধ চালের তুলনায় আতপ চালের দাম কম। গত জুলাই মাসে সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞার পর থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে আতপ চালের চাহিদা বাড়ছিল।
তবে এবার অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক জারির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আতপ চালের দাম এখন থাইল্যান্ড ও পাকিস্তানের চালের সমপর্যায়ে চলে যাবে।
এ কারণে বেশি দামে চাল কেনা ছাড়া ক্রেতাদের আপাতত আর কোনো বিকল্প নেই। সূত্র: রয়টার্স।
এবি/এনজে