সংগৃহিত
বাণিজ্য

আতর-টুপি-জায়নামাজের দোকানে ভিড়

বাণিজ্য ডেস্ক: নতুন জামাকাপড় কেনার পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি, নতুন পাঞ্জাবি ও সুগন্ধি আতর। ঈদে মুসল্লিদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে অতিগুরুত্বপূর্ণ এই অনুসঙ্গগুলো। রাজধানীর ফুটপাতের সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের দোকানগুলোতে তাই ঈদের আগে দেখা যায় উপচে পড়া ভিড়।

শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। জুমার নামাজ শেষে ছোট-বড় মার্কেট, বিপণিবিতান এবং ফুটপাতের টুপি, আতর ও তসবির দোকানগুলোতে ভিড় করছেন মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররমের ও পীর ইয়ামেনি মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বায়তুল মোকাররম জামে মসজিদের সামনের টুপি দোকানদার নুরুন নবী বলেন, আলহামদুলিল্লাহ। আজকে অন্যান্য দিনের চেয়ে বিক্রি একটু বেশি। নামাজ পড়ে সবাই ঈদের টুপি আগেভাগেই কিনে ফেলছেন। আমার দোকানে ৫০টাকা থেকে ৫০০ টাকা দামের টুপি আছে। মিডিয়াম প্রাইজের টুপিই বেশি বিক্রি হচ্ছে।

পীর ইয়ামেনি মার্কেটের টুপি ও আতর ব্যবসায়ী মিলন মিয়া বলেন, রোজা শুরুর দিকে একটু ব্যবসা হলেও মাঝখানে তেমন ব্যবসা হয়নি। তবে এখন ঈদে টুপি এবং আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ২ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে কয়েক হাজার টাকায়। নামাজের পর ক্রেতার একটু চাপ থাকে বলেও তিনি জানান।

রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে ও মার্কেটে টুপি ও আতর বিক্রি করতে দেখা যায়। সেই দোকানগুলোতে জায়নামাজও বিক্রি হচ্ছে। প্রতিটি টুপি ১০০টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইন ও কাপড়ভেদে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। দেশি টুপির তুলনায় বিদেশি বিভিন্ন টুপির দাম বেশি। সেগুলো ৩০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

দোকানে টুপি কিনতে আসা আমজাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি আছে। পরিবারের জন্য জামা কাপড় কেনা শেষ হয়েছে। এখন টুপি ও আতর কেনার পালা। নামাজ শেষে এসেছি, পছন্দ হলেই কিনে নিয়ে যাবো। দুই থেকে ৩শ টাকার মধ্যেই টুপি কিনবো।

পীর ইয়ামেনি মার্কেটে জায়নামাজ কিনতে আসা ক্রেতা ইউসুফ রানা বলেন, আগামীকাল দেশের বাড়িতে চলে যাব। তাই টুপি ও জায়নামাজ কিনতে এসেছি। একটি জায়নামাজ ৯০০ টাকা দিয়ে কিনেছি। তবে এখন একটু দাম বেশি মনে হচ্ছে। দামাদামি করে কিনলে কম দামেও পাওয়া যায়। সময় কম তাই, বেশি দামাদামি করিনি, কিনে নিয়েছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি নন, বলছে ফ্যাক্ট চেক

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ...

ধুমধামে পেঙ্গুইন মিকির জন্মবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানায় বসবাস করে মিকি...

দেশের ৬১ শতাংশ মানুষ চান আগামী এক বছরের মধ্যে নির্বাচন হোক

দেশের ৬১ দশমিক ১ শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে...

কুমিল্লায় যুদ্ধসমাধিতে ২৩ জাপানি সেনার দেহাবশেষ মিলেছে

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে ২৪ জন জাপানি...

নায়িকা পরীমনির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০)...

ফিলিপাইনে মানুষের মৃত্যুর আগেই শুরু হত মমি তৈরির প্রক্রিয়া

মিশরের মমি এক বিস্ময়। কিন্তু ফিলিপাইনের মমির রহস্য অনেকেরই অজানা। জীবিত অবস্থ...

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্...

তিন শিক্ষার্থীর মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি...

গাজায় নিহত আরো ১২০, প্রাণহানি বেড়ে ৪৪ হাজার ২০০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় আরো...

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ছোড়া সেই তৌহিদুল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা