রবিবার, ২৩ মার্চ ২০২৫
সংগৃহীত
বাণিজ্য প্রকাশিত ২২ মার্চ ২০২৫ ০৭:০৩
সর্বশেষ আপডেট ২২ মার্চ ২০২৫ ০৭:০৪

ঈদের জমজমাট বিক্রি নিউমার্কেটে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা। ক্রেতাদের উপচেপড়া ভিড়ই বলে দিচ্ছে, এবার ভালো বিক্রি হচ্ছে। তবে এবার ঈদে হালকা-পাতলা পোশাক অর্থাৎ গরমে আরামদায়ক পোশাকে বেশি খুঁজছেন ক্রেতারা।

শুক্রবার (২১ মার্চ) সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, এবার ক্রেতা সমাগম বেশি থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ক্রেতা সামাগম বেশি। তাছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতেই মার্কেটে ক্রেতা বেশি আসে।

আর বিক্রেতাদের কেউ কেউ পোশাকের বাড়তি দামের অভিযোগ করেছেন। তারা বলছেন, নিউমার্কেটে একসঙ্গে সব ধরনের পণ্য পাওয়ায় তারা এখানে আসেন। তবে বিক্রেতারা বাড়তি দাম চান। এজন্য দামাদামি করে কাপড় কিনতে হয়।

রাজধানীর শ্যামলী থেকে কেনাকাটা করতে আসা নওরিন আফরোজ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবো। পরিবারের সবার জন্য কমবেশি কেনাকাটা করে নিয়ে যাবো। কিছু কিনেছি আরও কেনাকাটা বাকি আছে।

সাভারের হেমায়েতপুর থেকে আসা আসমা বেগম বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। দোকানদাররা দাম চায় বেশি। দামাদামি করে কাপড় কিনতে হয়। আবার অনেক দোকানেই একদর। সেসব দোকান থেকে কাপড় কিনতে সুবিধা৷

সরেজমিনে নিউমার্কেট ঘুরে দেখা গেছে, শাড়ি, থ্রি-পিস, জামা, প্যান্ট, শার্টের চাহিদা বেশি। তবে কাপড় কেনার ক্ষেত্রে হালকা ও পাতলা বা যেগুলো গরমে আরামদায়ক সেসব পোশাকের দিকে ক্রেতাদের ঝোঁক দেখা গেছে। ৫০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরন আর ডিজাইনের পোশাক। তবে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে।

নিউমার্কেটের ব্যবসায়ী আহমেদ আকবর বলেন, এবার বিক্রি ভালো হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি অনেকটা বেড়েছে। ঈদের আগের দিন পর্যন্ত জমজমাট থাকবে।

আরেক ব্যবসায়ী আমিনুল হাকিম বলেন, বিক্রি ভালো হচ্ছে। দাম কমই রাখছি, কারণ আমাদের বিক্রি বেশি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবী করেন আবু লায়েস মুন্না

মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না সুষ্ঠ নির্বাচনের প্রশ্নে যতটুকু সংস...

মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের চেষ্টা, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ২৩ মার্চ ২০২৫ শনিবার সকাল স...

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ...

এ বছর জাতীয়ভাবে নববর্ষ পালন হবে অন্তর্ভুক্তিমূলকভাবে

এ বছরের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হবে অন্তর্ভুক্তিমূলক উৎসবের মধ্য দিয়ে। এই প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা