খেলা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে হামজার

ক্রীড়া প্রতিবেদক

মাথা ভর্তি ঝাকড়া চুল। হয়তো এই কারণেই একটু আলাদাভাবেই পড়েন সবার নজরে। ২৭ বসন্তে পা রাখা পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার ছেলেটি ফুটবল মাঠে সামলান নিজ দলের মিডফিল্ড। ডিফেন্সিভ মিড ফিল্ডার হিসেবে মাঠ মাতান তিনি। খেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডের হয়ে। বলছি বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির কথা।

যতোই ঘড়ির কাটা ঘুরছে, ততোই ঘনিয়ে আসছে হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে মাঠে নামার সময়। আগামী ২৫ মার্চ লাল-সবুজের জার্সিতে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের।

হামজার বাবার নাম দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। মা রাফিয়া চৌধুরী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। ছোটবেলায় এই দেশের আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। ২০২২ সালের অক্টোবরে, লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন। এরপর কেটে গেছে তিনটি বছর। শেষ পর্যন্ত শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজ দেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরির।

তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার। তাই তো ৫ বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিল লাফবোরো ফুটবল ক্লাবে। লেস্টারের মূল দলে যোগ দেয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের। ৭টি ম্যাচও খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে।

যুবক বয়সেই ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের অনসন্ধানী দলের নজরে পড়েছিলেন হামজা। সে তালিকায় ছিল লেস্টার সিটি। শেষ পর্যন্ত তাকে লেস্টার সিটির একাডেমিতে ভর্তি করিয়েছিলেন হামজার বাবা। বয়স ১৮ বছর হওয়ার পর হামজার সঙ্গে চুক্তিবদ্ধ হয় লেস্টার। ২০০৫ থেকে টানা ১০ বছর হামজা খেলেন ক্লাবটির যুব দলে। এরপর মূল দলে খেলা শুরু করেন ২০১৫ সালে।

লেস্টারের হয়ে এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছেন হামজা। ২০২১ সালে জিতেছেন ইংলিশ এফএ কাপ এবং ২০২২ সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনায় ১০ টাকার ইফতার

দেশে সাধারণত ইফতার মানেই খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজ...

৭৩ বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাটার মোড়ের জিলাপি

দীর্ঘ ৭৩ বছর ধরে ইফতারে রাজশাহীর বাটার মোড়ের জিলাপ...

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২০ মৃত্যু 

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব...

পাঁচ জেলায় মৃদু তাপদাহ, বাড়তে পারে গরম

দেশের পাঁচটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। আবহাও...

রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা

রাঙামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অস্ত্রধ...

বুকিং স্লিপ কারসাজি; বিপাকে আলুচাষী

আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাটে এবার লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার ৪৭০ হেক্...

দেশে এলেন হামজা চৌধুরী

অপেক্ষার প্রহর শেষে দেশের মাটিতে পা রাখলেন হামজা চ...

বেগুন চাষে ভাগ্য ও নাম দুটোই বদলে গেছে

বরগুনার বিপ্লব শিকদার। বেগুন চাষে তার ভাগ্যের বদল...

কাঠগড়ায় কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান

বড় ছেলে হাসিবুর রহমান খানের সঙ্গে পাঁচ মাস দেখা নে...

কেরাণীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

ঢাকার কেরাণীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা