সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে দেখিয়ে অস্ট্রেলিয়ার তারকা এই পেসার বলে দিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিনিবিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে তিনি থাকবেন না।

স্টার্কের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এবার স্টার্কের সরে দাঁড়ানোয় ১৫ সদস্যের স্কোয়াডে বড় পরিবর্তন আনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানে মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড অস্ট্রেলিয়া পেস ইউনিটের শক্তিশালী স্তম্ভ। পাশাপাশি মার্শ ও স্টয়নিস (অবসর) পেস বোলিং অলরাউন্ডার। এই চার তারকার না থাকার অর্থ হলো- ফ্রন্টলাইন পেস আক্রমণ ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া।

স্টার্কের সরে যাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্তকে সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিশ্রুতি এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার যে অগ্রাধিকার তিনি দেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। চোট ও প্রতিকূলতা সহ্য করে খেলেছেন এবং ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ছাড় দিয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা। তবে এটি অন্য কারো জন্য নিজেকে প্রমাণের সুযোগ তৈরি করবে।’

অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ওয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাংগা। কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন।

ফ্রেজার-ম্যাকগার্ক এখন পর্যন্ত পাঁচ ওয়ানডেতে ১৭.৪০ গড়ে ব্যাট করেছেন। কিন্তু বিগ ব্যাশ লিগে ৪৬ বলে ৯৫ রান করেছিলেন। মার্শের জায়গায় বিকল্প টপ-অর্ডার বিবেচিত হচ্ছেন তিনি। বাঁহাতি পেসার জনসন স্টার্কের পরিবর্তে দলে আসলেও তার দুই ওয়ানডেতে কোনো উইকেট নেই। এ ছাড়া লেগস্পিনার সাংগা শ্রীলঙ্কায় টেস্ট দলের ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে ছিলেন। অ্যাডাম জাম্পার সঙ্গে স্পিন বিভাগে যুক্ত হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ওয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংগা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্ত্রীসহ জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্র...

জাতিসংঘ মিশনে যেতে পারবেন না র‌্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য

যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই বা ঢাকা...

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন স্টার্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টা...

গাজার ২ হাজার অসুস্থ শিশুকে আশ্রয় দেবে জর্ডান

যুদ্ধবিধ্বস্ত গাজার ২ হাজার অসুস্থ শিশুকে জর্ডানে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছ...

শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু: নেতানিয়াহু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস শনি...

জলকামানের পানি ছিটিয়ে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলো পুলিশ

রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে ল...

বিএনপির নেতার বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকায় বিএনপির এক নেতার নেতৃত্বে...

কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা

নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বু...

‘ম্যাডাম আমার বই যত্নে রাখবেন’ বলা মরিয়মের আর ক্লাসে ফেরা হলো না

লক্ষ্মীপুরের রায়পুরের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্...

দলগত অপরাধ প্রমাণ হলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যায়: চিফ প্রসিকিউটর

দলগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা