সংগৃহীত
খেলা

আক্রমণাত্মক আচরণের শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক

কিংস্টন টেস্টে বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ করে সাজা পেয়েছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার জেডন সিলস এবং কেভিন সিনক্লেইর। দুইজনকেই জরিমানা করেছে আইসিসি।

টেস্টটিতে এই দুই ক্রিকেটারের আচরণই ছিল আক্রমণাত্মক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উইকেটশিকার করে টাইগার ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে আগ্রাসী উদযাপন করেছিলেন সিলস। এখানে খেলার স্পিরিটের বিরুদ্ধে যায় এমন কাজ করেছেন এই পেসার। সাজা হিসেবে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সিলসের নামের পাশে।

অন্যদিকে বদলি ফিল্ডার সিনক্লেইর মাঠের আম্পায়ারের নিষেধ সত্ত্বেও বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জুটির সময় এবং লিটন দাস ক্রিজে আসার পর সিনক্লেইরের শরীরী ভাষাও কোনো কারণ ছাড়াই আক্রমণাত্মক ছিল।

সিনক্লেইর ভেঙেছেন আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা। যেখানে মাঠে থাকা আম্পায়ারের নির্দেশ অমান্য করলে শাস্তির বিধান রয়েছে। ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেইরকে। সেই সঙ্গে জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট। সিলস এবং সিনক্লেইর দুইজনই ২৪ মাসের মধ্যে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। এই দুই ক্যারিবীয় ক্রিকেটারই লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভেঙেছেন।

কিংস্টন টেস্টে বাংলাদেশের ১০১ রানে জয়ের এই ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন কুমার ধর্মসেনা ও আসিফ ইয়াকুব। তৃতীয় আম্পায়ার ছিলেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন জাহিদ ব্যাসারাথ। তারা সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ করেন।

লেভেল ওয়ান পর্যায়ে আচরণবিধি ভাঙার ন্যূনতম শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা এবং তার পাশাপাশি ১টি বা ২টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। ২৪ মাসের মধ্যে যখন কোনো ক্রিকেটার ন্যূনতম ৪টি ডিমেরিট পয়েন্ট পাবেন, তখন সেটি সাসপেনশন পয়েন্টে পরিণত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হন। দুটি সাসপেনশন পয়েন্টে একজন খেলোয়াড় একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হন। এ ক্ষেত্রে নিষিদ্ধ হওয়ার পর খেলোয়াড়টির সামনে সবার আগে যে সংস্করণের ম্যাচ থাকবে, তিনি তাতে খেলতে পারবেন না।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংক...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলি আনন্দের অভিনয় দর্শকের নজর কেড়েছিল।...

নাকে খোঁচা দিয়ে শাস্তির মুখে বদরাগী কোচ

বাষট্টি চলছে তার। এই বয়সেও তার বদরাগী মেজাজ এতটুকু কমেনি; বরং দিন দিন যেন তা...

কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় নাটকের মঞ্চায়ন হয়নি

রমজান মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন স্...

বাংলাদেশি যুবক নিহতের খবরে পরিবারে কান্না

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধের সময় বাংলাদেশি ইয়াসিন মিয়া শেখ (২২) নিহত...

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার আদালত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা