আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশের নারীরা। শেষ খবর অনুযায়ী, আইরিশদের সংগ্রহ, ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান। শনিবার (৩০ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয় সকাল ১০ টায়।
সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের।
আয়ারল্যান্ড একাদশ
সারাহ ফোর্বস, গ্যাবি লুইস, অ্যামি হান্টার ( অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।
বাংলাদেশ একাদশ
ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।
.
আমার বাঙলা/এসএইচ