এমন ম্যাচ দেখার পর যে কারোরই হতাশ হওয়ার কথা। হতাশ হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিমুল ইসলাম বুলবুল।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। আফগানদের ২৩৫ রানের সংগ্রহ তাড়া করতে গিয়ে শান্ত-সৌম্যরা ১৪৩ রানে অলআউট হয়েছে। এমন লজ্জাজনক ব্যাটিং দেখে নিজের হতাশা প্রকাশ করেছেন বুলবুল।
বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে শারজায় গিয়ে মাঠে বসে খেলা দেখেছেন। বাংলাদেশের হার দেখে তিনি যারপরনাই ভীষণ হতাশ হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,‘ছয় বছর পর আজকে শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল—শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি, আমরা খুব শিগগিরই এই অবস্থার উন্নতি করতে পারবো।’
প্রথম ওয়ানডেতে বাজেভাবে ব্যাটিং ধসের কারণে হেরেছে বাংলাদেশ। সবার আশা পরের ওয়ানডেতে শান্ত-মোস্তাফিজরা ঘুরে দাঁড়াবে।
আমার বাঙলা/ এসএ