ফাইল ফটো
খেলা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে সৌম্য

ক্রীড়া ডেস্ক: নিজে দীর্ঘদিন অফফর্মে। ওপেনিংয়ে সমস্যার কারণে এই অফফর্ম নিয়েও দলে জায়গা পান সৌম্য সরকার। কিন্তু জায়গা পাওয়াটাকে শুধু অপচয়ই করেন তিনি। একটি-দুটি মাঝারি মানের ইনিংস মাঝে-মধ্যে খেললেও, নিয়মিতই তিনি এবং বাংলাদেশের টপ অর্ডাররা ব্যর্থ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার, ভারতের সঙ্গে ব্যাটিংয়ে খুবই বাজে অবস্থার কারণে বাংলাদেশ দল নিয়ে সবাই যখন খুব শঙ্কার মধ্যে সময় কাটাচ্ছে, বিশ্বকাপে কী হয় না হয়, সুপার এইটে যেতে পারবে কি না- তা নিয়ে চিন্তিত; তখন খোদ সৌম্য সরকার শোনালেন আশার বাণী। তিনি নাকি বিশ্বকাপে খেলতেই গেছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবং এখনও সেই স্বপ্ন লালন করে চলেছেন বাংলাদেশ দলের ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য গ্রিন রেড স্টোরিতে আজ কথা বলেছিলেন সৌম্য। সেখানেই বিশ্বকাপে ফাইনাল খেলার এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানান সৌম্য সরকার।

তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সে রকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি অফফর্মে থাকলেও তার ব্যাপারে আশাবাদী সৌম্য। তিনি বলেন, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসঙ্গে ছিলাম। দেখেছি সে (শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি, সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা; আশা করব, সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে।’

একটা ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রতিশ্রুতির কথা জানান সৌম্য। তিনি বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক। সাকিব (ভাই), রিয়াদ (ভাই) আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসঙ্গে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব, ফাইনাল খেলতে যাবো। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চারটি ম্যাচ মোট তিনটি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

জয়ে ফিরল আর্জেন্টিনা

শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরে...

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙছে

দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, অস...

বিচারের পরই নির্বাচনে স্বাগত জানানো হবে আওয়ামী লীগকে

‘আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর...

কাল ঢাকা আসছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধি...

নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ আইসিসির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশ...

নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায়

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন প্রধান নির্ব...

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

শুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা