ক্রীড়া ডেস্ক: বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের আগুনে লড়াই দেখতে ভক্তদের তুমুল উন্মাদনা। অথচ আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া সাধারণত তাদের দেখা হয় না। যা নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেটারদেরও। তাই তো কয়েকদিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদিও একমত জানিয়েছেন।
সংবাদমাধ্যম সামা টিভিকে বিষয়টি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিলকুল বহুত আচ্ছা জবাব হ্যায়। হোনা ভি এহি চাহিয়ে। অর্থাৎ খুব ভালো উত্তর দিয়েছে (রোহিত)। এটা বাস্তবে হওয়াও দরকার আছে (ভারত বনাম পাকিস্তান ম্যাচ)।’
তিনি আরও বলেন, ‘ভারত অধিনায়কের করা এই মন্তব্য খুবই পজিটিভ। সে ভারতের একজন প্রতিনিধি। আমরা বরাবরই বলেছি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট খেলাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। আমরা একটা সময়ে ভারত সফরে যেতাম। সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। আমরা দুই প্রতিবেশী। তাদের সম্পর্ক যতটা সম্ভব ভালো করা যায়, এটা দুই প্রতিবেশীর অধিকারের মধ্যে পড়ে।’
এর আগে সম্প্রতি পডকাস্ট অনুষ্ঠান ‘ক্লাব প্রেইরি ফায়ার’-এ ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে রোহিতের মতামত জানতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারত বা পাকিস্তানে না হলেও ইংল্যান্ড বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে টেস্ট সিরিজ আয়োজন করা যায় বলেও সেই আলোচনায় উঠে আসে। এছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে আসে অস্ট্রেলিয়ার নামও। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে পরে সেটি স্থগিত হয়ে যায়।
তবে রাজনৈতিক বিতর্ক গায়ে না মাখিয়ে কেবল ক্রিকেটের বৃত্তের মধ্যে থেকেই মন্তব্য করার কথাও জানিয়ে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সেটা (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের বিষয়ে) বিশ্বাস করি। ওরা ভালো দল। ওদের হাতে দুর্দান্ত বোলার আছে। দারুণ লড়াই হবে। বিশেষত বিদেশের পরিবেশে খেলা হলে সেটা আরও দুর্দান্ত হবে। (ভারত-পাকিস্তান) শেষ টেস্ট ম্যাচটা সম্ভবত খেলেছিল ২০০৬ বা ২০০৮ সালে। আমার যা মনে পড়ছে, তাতে একটি ম্যাচে ওয়াসিম জাফর দ্বিশতক করেছিল।’
ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ২০০৭ সালের পর বেশ কয়েকবার দুই বোর্ডে আলোচনা উঠলেও, শেষ পর্যন্ত সেসব আলোর মুখ দেখেনি। যেখানে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাতের নামও এসেছিল। সাম্প্রতিক সময়েও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রকাশ্যে এ নিয়ে মতামত জানিয়েছে। তারা ভারত-পাকিস্তানকে নিয়ে দুইয়ের অধিক দেশের অংশগ্রহণে সিরিজ আয়োজনে আগ্রহের কথা জানায়। দুই দলের মুখোমুখি সর্বশেষ দেখায় ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। সেই সিরিজের আগে তারা পাকিস্তান সফরে গিয়েছিল। সেখানেও অনিল কুম্বলের নেতৃত্বাধীন সফরকারীরাই ১-০ ব্যবধানে সিরিজ জিতে।
এবি/এইচএন