খেলা

‘পরিণত’ ইয়ামাল জবাবটা মাঠেই দিলেন 

ক্রীড়া ডেস্ক

কথাটা পিটার ড্রুরির। গেল বছর ইউরোর সময়ে অবাক বিস্ময়ে বলেছিলেন, ‘লামিন ইয়ামাল, ১৬ বছর বয়স মাত্র! এ বয়সে আপনি কী করছিলেন?’ কথাটা আপনি বহুবার ফেসবুক-ইনস্টায় অগুণতি রিলে দেখেছেন, শুনেছেন, কানে-মনে গেঁথে গেছে।

তবে তার আগের কথাগুলো সম্ভবত আপনি শোনেননি। শুনুন তাহলে, ‘এখানের গল্পটা ছোট্ট ছেলেটার পুরুষ হয়ে ওঠার গল্প। কী দারুণ এক গল্প, তাই না?’ লামিন ইয়ামাল তার প্রমাণটা গত ইউরোয় দিয়েছেন, দলকে শিরোপা জিতিয়েছেন, নিজে জিতেছেন সেরা উদীয়মানের পুরস্কার।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’ -প্রবাদটা জানেন নিশ্চয়ই! লামিন ইয়ামালের সামনে চলতি মৌসুমটা ছিল সে তকমাগুলো রক্ষার। তিনি মৌসুমটা কি দারুণভাবেই না সামলাচ্ছেন! গোল করছেন, করাচ্ছেন, দলকে জেতাচ্ছেন। সবচেয়ে বড় কথা, ‘পুরুষ’ হয়ে উঠছেন। মাঠে, কিংবা মাঠের বাইরে, একটু একটু করে পরিণত হয়ে উঠছেন যেন!

সবশেষ এল ক্লাসিকোটা আর দশটা সাধারণ এল ক্লাসিকোর কাতারে রেখে দেখলে ভুল করবেন। দুই দলের ফাইনালের ইতিহাস আর দুই দলের চলতি মৌসুমের সম্ভাব্য নিয়তির কথা মাথায় রাখলে ম্যাচটা এমনিতেই বিশেষ কিছু হয়ে যায়। তবে ম্যাচটার গুরুত্ব বাড়িয়ে দেয় ম্যাচের আগের পরিস্থিতিটা।

রিয়াল মাদ্রিদ টিভি কোপা দেল রের ফাইনালে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়াকে নিয়ে একটা ভিডিও বানাল, যেখানে তার ‘পক্ষপাতদুষ্টতা’ নিয়ে কথা বলা হলো ৭ মিনিট ধরে। সেটা নিয়ে জলঘোলা হচ্ছিল তখন। বেনগোচেয়া নিজেও সংবাদ সম্মেলন ডেকে সে ভিডিওর প্রভাবটা কতটা খারাপ, তা জানাচ্ছিলেন। এরপর রিয়াল হুমকি দিচ্ছিল বেনগোচেয়া থাকলে ফাইনালে খেলবে না দলটা।

ঠিক তখনই লামিনের ইনস্টায় দেখা মেলে একটা ‘স্টোরি’র। লামিন লিখলেন, ‘নীরবতাই সবচেয়ে জোরে আওয়াজ তোলে। ভলিউমটা বন্ধ করে রাখলাম। আমাদের মিশনটা তো এখনও শেষ হয়ে যায়নি!’

১৭ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ডের এমন বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আরও অনেক আছে। ইউরো, লা লিগা, সুপারকোপা দে এস্পানা, চ্যাম্পিয়ন্স লিগে এমন ম্যাচ কম খেলা হয়নি তার। সেসব ম্যাচে আলো কেড়ে নেওয়ার অভ্যাসও এই বয়সেই অনেক আছে। ফাইনালের আগে এমন বুলিটাকে তাই ফাঁকা বুলি মনে হচ্ছিল না একটুও।

লামিন এরপর কথা বললেন ম্যাচে, পারফর্ম্যান্স দিয়ে। দুটো অ্যাসিস্ট করলেন, দুটোই দারুণ গুরুত্বপূর্ণ। তবে আপনি এখন বলতে পারেন, বড় ম্যাচে অ্যাসিস্ট করার ক্ষমতা তো অনেকই আছে, লামিন আলাদা হলেন কী করে?

তার জবাবটা লুকিয়ে আছে তার পারফর্ম্যান্সে। প্রথম অ্যাসিস্টটা তিনি করলেন পেদ্রি গনজালেসকে। যে জায়গাটা থেকে বলটা মাইনাস করলেন, সেখান থেকে তার গোল আছে একাধিক। ঝোঁকের বসে সেখান থেকে একজন ফরোয়ার্ড শট করে দিলেও অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু তিনি ঠাণ্ডা মাথায় দেখলেন, রিয়াল রক্ষণ তাদের ঠিক পেছনে কয়েক কিলোমিটার জায়গা রেখে দিয়েছে, আর সেখানে ছুটে আসছেন পেদ্রি। তিনি ভরসা রাখলেন পেদ্রির ওপর, মাইনাস করলেন। বাকি গল্পটা আপনি জানেন।

পরের অ্যাসিস্টটা দেখে নেওয়া যাক চলুন। সময় চলে যাচ্ছে একটু একটু করে, কিন্তু সমতাসূচক গোলটা আসছে না। এমন পরিস্থিতিতে আপনি বলের ওপর দারুণ দখল আছে এমন ফরোয়ার্ড হলে বল নিয়ে টেনে প্রতিপক্ষের রক্ষণে চলে যেতে চাইবেন। লামিন তা করলেন না। চোখের কোণা দিয়ে দেখলেন অফসাইডের ফাঁদ এড়িয়ে রিয়ালের বিপদসীমার দিকে এগিয়ে যাচ্ছেন ফেররান তরেস।

এরপর যা করলেন, তাতে তার তুলনা তার পূর্বসূরি লিওনেল মেসির সঙ্গেই হতে পারে। মাঝমাঠ থেকে বহুবার বহু ম্যাচে বল বাড়িয়েছেন জর্দি আলবা, লুইস সুয়ারেজদের। কাল রাতে ৯০ মিনিট শেষের একটু আগে লামিন ঠিক যেন ‘মেসি’ হয়ে মাঝমাঠ থেকে বলটা বাড়ালেন তরেসকে। পরের কাজটা করেছেন তরেস।

লামিন ম্যাচের আগে চুপ থাকছেন, ম্যাচে পারফর্ম্যান্সটাকে দিয়েই কথা বলাচ্ছেন। নিজের চেয়ে ভালো গোলের সুযোগ কার তা খুঁজে নিচ্ছেন, তাতে নিজের গোলের সুযোগ জলে যাক, তাতে বিন্দুমাত্র খেদ রাখছেন না মনে। আর এ সব কিছুই করলেন তিনি নিজের জীবনের ১৭তম বয়সে দাঁড়িয়ে।

ম্যাচের আগে লামিন ইয়ামাল বলেছিলেন ‘মিশনটা এখনও শেষ হয়নি’। কাল কোপা দেল রের শিরোপাটা ৪ বছর পর জিতেছে বার্সা। তবে মিশনটা এখনও শেষ হয়নি। আরও দুই ‘শিরোপাখরা’ যে কাটানো বাকি। লামিন নিশ্চয়ই সে ‘মিশন’টা শেষ করে তবেই ক্ষান্ত হতে চাইবেন!

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন ড. পরিতোষ মণ্ডল

এ বছর শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ...

আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডজন নতুন রাজনৈতিক দল

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর...

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫’র জেলা পর্যায়...

কিউবার একটি রেস্তোরাঁ যেন অ্যানিমেটেড চলচ্চিত্রের সেট

কিউবার ‘ডোনা অ্যালিসিয়া’ নামের একটি রে...

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের আবারো পাল্টাপাল্টি গোলাগুলি

পাকিস্তানের বিরুদ্ধে আবারো অস্ত্রবিরতি লঙ্ঘন করে ন...

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

বগুড়ায় সেদ্ধ চাল ৪৯ ও ধান ৩৬ টাকায় কিনবে সরকার

চলতি মৌসুমে বগুড়ায় ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সে...

কমলগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ইকবাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির...

লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: আরিফ হোসেনের...

জমি সংক্রান্ত বিরোধে লক্ষ্মীপুরে অপপ্রচারের অভিযোগ 

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা