রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা।
জানা গেছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত পাঁচ দিন ধরে পানির পাম্প মেরামতের কাজ করছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। প্রায় ৮০০ ফুট গভীর পাইপকে ১৮০ ফুট বর্ধিত করে ৯৮০ ফুট গভীর করতে চলছে খনন কাজ।
পানি সরবরাহ চালু হতে ওয়াসার মেরামত কাজ আরও ২০ দিন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিকরা।
এদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় রমজানে নিত্যদিনের রান্না, গোসল ও টয়লেটের কাজ সম্পন্ন করতে এলাকাবাসীকে অধিক টাকা দিয়ে কিনতে হচ্ছে বোতলজাত পানি।
শরিফ নামের এক বাসিন্দা জানান, ‘পাঁচ দিন ধরে বাসায় পানি নাই। প্রথম কয়েকদিন ওয়াসার গাড়ি পানি দিয়ে গেলেও এখন সিরিয়াল পাওয়া দায়। ফলে পানির ভোগান্তি চরমে পৌঁছেছে।’
শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন কামরুল। কিন্তু কয়েকদিন পানির অভাবে গোসল থেকে শুরু করে কোনো কাজই করতে পারছেন না। তাই রাজধানীর আরেক প্রান্তের আত্মীয়র বাসায় গিয়ে থাকছেন।
কামরুল বলেন, ‘বেশ কয়েকদিন ধরে পানি নাই। শুনছি আরও অনেকদিন পানির এই সমস্যা থাকবে। এক মাস আগে ভাসা ভাড়া নিয়ে বেকায়দায় পড়েছি।’
এ ছাড়া ওয়াসার মেরামত কাজে ধীরগতির অভিযোগ এনে ক্ষোভ জানান শেওড়াপাড়ায় বাসিন্দারা।
আমারবাঙলা/জিজি