ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। রবিবার (২ মার্চ) সকাল থেকেই এই পরিস্থিতি।
এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়ায় কারণে তীব্র যানযট দেখা দিয়েছে তেজগাঁও এলাকায়।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথের স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমাতে পুলিশ এমন পরামর্শ দেয়।’
সরেজমিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশ ঘুরে দেখা যায়, বিজয়সরণি দিয়ে এলিভেটেড এক্সপ্রেওয়েতে ওঠার পর যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল নেওয়ার বুথগুলো রয়েছে, তা বন্ধ। কিছুটা দূরে এক্সপ্রেসওয়ের কর্মীরা হাতে টোল আদায় করছেন। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে সময় বেশি লাগছে। এতে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যানবাহনের লাইন দীর্ঘ হয়েছে। যানজট তেজগাঁও এলাকাতেও ছড়িয়েছে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।
এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলা করবে।
আমারবাঙলা/জিজি