সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ ‘হার্ডপয়েন্ট’ এলাকায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ‘সপ্তম জাতীয় কমডেকা’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে স্কাউটস ভবনের শামস হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে একটি টেকসই সমাজ বিনির্মাণের লক্ষে এ কমডেকার থিম নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’। এ ছাড়া সময়োপযোগী কমডেকা লোগো ও সঙ্গীত নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটদের (১৭-২৫ বছর বয়সি ছেলে-মেয়ে) এই কমডেকায় অংশগ্রহণ করবেন। এবারের কমডেকায় রোভার স্কাউটদের নিয়ে আগামী দিনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের সকল অঞ্চলের ছেলে-মেয়েরা কমডেকায় এসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ পাবে এবং অধিক সাফল্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের তিন হাজার ২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় পাঁচ হাজার জন স্কাউটার অংশগ্রহণ করবেন।
‘সপ্তম জাতীয় কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কমডেকার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, স্কাউট সদস্যরা দেশ ও জনগণের জরুরি প্রয়োজনে মানবতার সেবায় আত্মনিয়োগ করে সকল পর্যায়ে প্রশংসিত হয়ে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, নাফিজ, আহনাফ, রোহান, মুন্না, সাদ, মাহবুব আলম ও তাহির জামানসহ আট জন শহীদ স্কাউটের আত্মত্যাগ ও অসংখ্য আহত স্কাউটারদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস গর্বিত।
সপ্তম জাতীয় কমডেকা-২০২৫-এর নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভার স্কাউটরা শান্তিতে নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’- ‘শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বণ নিঃসরণ’ তত্ত্বকে প্রচার, প্রসার ও বাস্তবায়নে উদ্দীপ্ত হবেন।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ছাত্রজীবনে একজন সক্রিয় স্কাউট ছিলেন। এ ছাড়া তিনি স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
নতুন ধ্যান-ধারণা সংযোজন করে আকর্ষণীয় অনুষ্ঠান যথাযথ বাস্তবায়নে ‘সপ্তম জাতীয় কমডেকা’ সাংগঠনিক কমিটি এবং ১২টি উপ-কমিটি কমডেকার কর্মকাণ্ড গতিশীল এবং আকর্ষণীয় করতে সদা চেষ্টা করে যাচ্ছে। এ কাজে এলাকাবাসীসহ সরকারি-বেসকারি পর্যায়ের সকলেই সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহ্বায়ক ও সড়ক এবং মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, এডহক কমিটির সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, মো. রেজাইল করিম, মো. শামসুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভরা। সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসের উপ পরিচালক . হামজার রহমান শামীম।
আমারবাঙলা/এমআরইউ