সংগৃহীত
জাতীয়

‘সপ্তম জাতীয় কমডেকা’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ ‘হার্ডপয়েন্ট’ এলাকায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ‘সপ্তম জাতীয় কমডেকা’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে স্কাউটস ভবনের শামস হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে একটি টেকসই সমাজ বিনির্মাণের লক্ষে এ কমডেকার থিম নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’। এ ছাড়া সময়োপযোগী কমডেকা লোগো ও সঙ্গীত নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটদের (১৭-২৫ বছর বয়সি ছেলে-মেয়ে) এই কমডেকায় অংশগ্রহণ করবেন। এবারের কমডেকায় রোভার স্কাউটদের নিয়ে আগামী দিনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের সকল অঞ্চলের ছেলে-মেয়েরা কমডেকায় এসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ পাবে এবং অধিক সাফল্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের তিন হাজার ২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় পাঁচ হাজার জন স্কাউটার অংশগ্রহণ করবেন।
‘সপ্তম জাতীয় কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কমডেকার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, স্কাউট সদস্যরা দেশ ও জনগণের জরুরি প্রয়োজনে মানবতার সেবায় আত্মনিয়োগ করে সকল পর্যায়ে প্রশংসিত হয়ে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, নাফিজ, আহনাফ, রোহান, মুন্না, সাদ, মাহবুব আলম ও তাহির জামানসহ আট জন শহীদ স্কাউটের আত্মত্যাগ ও অসংখ্য আহত স্কাউটারদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস গর্বিত।

সপ্তম জাতীয় কমডেকা-২০২৫-এর নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভার স্কাউটরা শান্তিতে নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’- ‘শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বণ নিঃসরণ’ তত্ত্বকে প্রচার, প্রসার ও বাস্তবায়নে উদ্দীপ্ত হবেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ছাত্রজীবনে একজন সক্রিয় স্কাউট ছিলেন। এ ছাড়া তিনি স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।

নতুন ধ্যান-ধারণা সংযোজন করে আকর্ষণীয় অনুষ্ঠান যথাযথ বাস্তবায়নে ‘সপ্তম জাতীয় কমডেকা’ সাংগঠনিক কমিটি এবং ১২টি উপ-কমিটি কমডেকার কর্মকাণ্ড গতিশীল এবং আকর্ষণীয় করতে সদা চেষ্টা করে যাচ্ছে। এ কাজে এলাকাবাসীসহ সরকারি-বেসকারি পর্যায়ের সকলেই সহযোগিতা করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহ্বায়ক ও সড়ক এবং মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, এডহক কমিটির সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, মো. রেজাইল করিম, মো. শামসুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভরা। সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসের উপ পরিচালক . হামজার রহমান শামীম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা...

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা থাকবে না: ফখরুল

সরকারে বসে সরকারের সব সুযোগ–সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া...

কু‌য়েটের প্রশাসনিক-একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘট...

নকল তুষারে ঢেকে দেওয়া হয় গ্রাম, মন ভরেনি পর্যটকদের 

তুষারে ঢেকে আছে পুরো গ্রাম। মনোমুগ্ধকর এমন ভূপ্রকৃ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, যা বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বুধ...

অতীতের চেয়ে বেশি শক্তিশালী আমরা: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ...

রোজায় ফলের বাজার নিয়ন্ত্রণে শুল্ক-কর কমানোর ভাবনা

আমদানি করা ফল বিলাসী পণ্য বিবেচনা করে সম্পূরক শুল্...

দেশপ্রেমের অভাব এখন পদে পদে

এটি সবাই বলতে চাইবে যে একাত্তরে পাকিস্তানি হানাদার...

কার্বন ডাই-অক্সাইড থেকে জ্বালানি তৈরি হবে, চলবে গাড়িও

পৃথিবীতে বায়ুদূষণের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। আর...

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার (২...

লাইফস্টাইল
বিনোদন
খেলা