বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে শনিবার (৮ ফেব্রুয়ারি) কেপিআরের আয়োজনে এক্সিবিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিদের মিলনমেলা বসে।
অনুষ্ঠানের শুরুতেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এরপর অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পর্ব। স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
কেপিআরের এ আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠানের প্রত্যাশা করেন।
আমারবাঙলা/এমআরইউ