বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ২৪ জানুয়ারী ২০২৫ ০৪:০১
সর্বশেষ আপডেট ২৪ জানুয়ারী ২০২৫ ০৪:০৫

কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

কনকনে শীতের চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, রয়েছে হিমেল হাওয়া। আবহাওয়া অফিস বলছে, এমন আবহাওয়া থাকতে পারে আরো দুই-একদিন।

গত বুধবার দিবাগত রাত থেকে ঘনকুয়াশা পড়তে থাকে রাজধানীতে। সঙ্গে হিমেল হাওয়া থাকার কারণে বাড়তে থাকে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর কিছু সময়ের জন্য দেখা মিলেছিল সূর্যের। তবে এতে শীতের তীব্রতা খুব কমেনি।

শুক্রবার (২৪ জানূয়ারি) ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে। কুয়াশায় ভিজে গেছে রাস্তা। সকাল সোয়া ৯টার দিকেও দেখা মেলেনি সূর্যের। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় মানুষের আনাগোনা কম। যানবাহনগুলো সড়কে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা সবশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতি আরো এক-দুই দিন থাকতে পারে। ঘনকুয়াশার কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ, বাড়তে পারে গরমের অনুভূতি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারো সংঘর্ষে জ...

রাজস্ব আদায়ে নয় মাসে ৬৫ হাজার কোটি টাকা ঘাটতি

জুলাই-আগস্টের ক্ষমতার পালাবদলের ডামাডোল সামলে রাজস...

ফেসবুকে ফেক আইডি নিয়ে বিব্রত ববিতা

১০ বছর আগে ববিতার ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি মুক্তি পায়। এর পর এ...

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে রাস্তার উদ্বোধন

গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইলের ৪০ ও ৪১নং ওয়ার্ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা