সংগৃহীত
জাতীয়

নানা দাবিতে অবরোধ-ঘেরাওয়ে রাজধানীবাসীর দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি-দাওয়া বেড়ে গেছে। প্রতিদিনই রাজধানীসহ দেশের কোথাও না কোথাও সড়ক অবরোধ, সড়কে মানবন্ধন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। বাদ যায়নি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ ডিসেম্বর) দিনটিও।

এদিন রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট-গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা বলেছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

অন্যদিকে রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের ব্যানারে একদল মানুষ। তারা মিছিল সহকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যেতে চান। পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। পরে তারা রাস্তায় শুয়ে পড়েন। সর্বশেষ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ তিন দফা দাবি লিখিত আকারে প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এরপরই কাকরাইল মোড় থেকে সরে যান তারা।

এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড অবরোধ করেন শ’খানেক নিবন্ধন সনদধারী।

এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সব মিলিয়ে রবিবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক অবরোধের ফলে সড়ক চলাচল ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। এতে করে রাজধানীর অনেক অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিসগামীসহ নানা কাজে পথে নামা নগরবাসী। দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি রোগীসহ শিক্ষার্থীদেরও। অনেককে যেকোনো দাবিতে সড়ক অবরোধের ফলে সৃষ্ট দুর্ভোগে নাখোশ হতে দেখা যায়। এদিন বিভিন্ন সড়কে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। অনেকে বিলম্বে অফিসে পৌঁছেছেন।

কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা

কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট-গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা বলেছেন আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। এর মধ্যে কর্মবিরতি চলবে।

রবিবার সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, আমরা আন্দোলন চলাকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা পোস্ট-গ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি।

তিনি বলেন, আমরাও চাই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব।

এর আগে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার এক দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন ট্রেইনি চিকিৎসকেরা। একই দাবিতে দেশের অনেক স্থানে কর্মসূচি পালন করেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।

কর্মসূচিতে চিকিৎসকেরা নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। ‘দ্রব্যমূল্যের আগুন জ্বলে, পঁচিশ হাজারে কীভাবে চলে’, ‘দাবি মোদের একটাই, ন্যূনতম ৫০ হাজার টাকা ভাতা চাই’- নানা স্লোগান প্ল্যাকার্ডে লিখে অবস্থান কর্মসূচি পালন করেছেন চিসিৎসকেরা।

আন্দোলনকারী একাধিক চিকিৎসক জানান, কয়েক বছর ধরেই তাদের বেতন বৃদ্ধির জন্য আশ্বাস দেওয়া হলেও করা হচ্ছে না। এর আগেও তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন।

কাকরাইল মোড় ছাড়লেন ইনকিলাব মঞ্চের নেতারা

অভ্যুত্থানে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ তিন দফা দাবি লিখিত আকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর জমা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এরপরই কাকরাইল মোড় থেকে সরে যান তারা।

রবিবার বিকাল পৌনে পাঁচটা দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ইনকিলাব মঞ্চের তিনটি দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে ইনকিলাব মঞ্চের নেতারা কাকরাইল মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এদিন বেলা সাড়ে ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার কথা ছিল মিছিলটির। কিন্তু পুলিশের বাধার কারণে প্রধান বিচারপতির বাসভবনে সামনে অবস্থান নেন মঞ্চের নেতারা।

গত বৃহস্পতিবার জুলাই-অগাস্টের গণ-আন্দোলনে সক্রিয় পাঁচ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে খুনিদের গ্রেপ্তারের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছিলেন মঞ্চের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ১২ ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়ে ১৪ ডিসেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ১৮ ডিসেম্বর পূর্বাচলের লেক থেকে শিক্ষার্থী সুজানা আক্তার (১৭) ও সাইনুর রশিদ কাব্য (১৬) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রামে জসিম উদ্দিন নামে আন্দোলনে যুক্ত আরেক শিক্ষার্থী হত্যার শিকার হন।

এনটিআরসিএ’র সামনের সড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড অবরোধ করেন শ’খানেক নিবন্ধন সনদধারী।

রবিবার দুপুর ২টার দিকে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ওই পথের যান বিকল্প পথে যেতে বাধ্য হয়। বিকাল ৪টার সময়ও এ কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে সকাল থেকে এ সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। ‘এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি পরিচালিত হয়।

আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী জি এম ইয়াছিন বলেন, আমরা সকাল থেকে সড়কের একপাশে অবস্থান নিয়ে নিয়োগের দাবি জানাচ্ছি। এর মধ্যে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তবে তা কোনো ফলপ্রসূ দিকে যায়নি। তাই দুপুর ২টায় সড়ক আটকে অবস্থান নিয়ে ‘শাটডাউন এনটিআরসিএ’ কর্মসূচি পালন করছি।

প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ এই চাকরিপ্রার্থী বলেন, প্রথম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বৈধ সনদধারী হয়েও আমাদের চাকরি হয়নি। কিন্তু জাল-সনদ নিয়ে হাজারো লোক শিক্ষকতা করছেন। আমরা নিয়োগ চাই। আমাদের সমস্যাগুলো সমাধানে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই।

খুলনা থেকে আসা দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যবস্থাপনা বিষয়ের উত্তীর্ণ নাজিয়া সুলতানা রথী বলেন, আলোচনায় আমাদের কাছে আবেদন চাওয়া হয়েছে। তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছে। কিন্তু আমরা শিক্ষক পদে নিয়োগ চাই।

ঝিনাইদহ থেকে আসা দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ে উত্তীর্ণ তাসলিমা খাতুন শিল্পী বলেন, আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিয়েছি। ভাইভা শেষে সড়ক অবরোধ করেছি।

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ আল মুমিন বলেন, আমরা স্বৈরাচারী সরকারের বিভিন্ন কালো আইন দেখিয়ে আমাদের নিয়োগ দেয়নি। আমরা এসব আইন মানব না।
এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, উচ্চআদালত থেকে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত হওয়ায় বিধি মোতাবেক প্রথম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুযোগ আমাদের নেই।

বনানীর সড়ক অবরোধ প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার বিকালে অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। মূল সড়কের যানবাহনগুলো বিকল্প সড়ক ধওে চলাচল করতে দেখা যায়। এতে করে মূল সড়কসহ আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এ ছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা শনিবার বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিলেন। রবিবার আবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেন। এ ছাড়া তারা অভিযোগ করেছেন- বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন। তারা এই টাকা পুনরুদ্ধার চান।

তিনি জানান, শিক্ষার্থীরা দুপুর ৩টার দিকে রাস্তায় অবস্থান নেন। পরে ৩টা ৪৫ মিনিটের দিকে রাস্তা ছেড়ে চলে যান। প্রায় ৪৫ মিনিটের মতো রাস্তায় এসময় যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালে বিশেষ অভিযানে নেতৃত্ব দেবেন পর্বতারোহী নিশাত মজুমদার

নারী হয়ে উঠবে অনুপ্রেরণার অন্যতম উৎসস্থল, সাফল্যের...

রাহাত ফতেহ আলীর কনসার্ট আজ: সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা

‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ আজ শনিবার (...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৭৭ ফিলিস্তিনি নিহত...

ঝুরি পিঠায় জীবন চলে যমুনার ভাঙনকবলিত কয়েকশ পরিবারের

গ্রামীণ মেলায় মণ্ডা-মিঠাইয়ের পাশাপাশি সাদা ঝুরি পি...

নির্বাচনের পর নিয়মিত কাজে ফিরব: ড. ইউনূস

আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত...

নানা দাবিতে অবরোধ-ঘেরাওয়ে রাজধানীবাসীর দুর্ভোগ

অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন শ্রেণি-পেশার মানু...

নিজের সম্পদ বিবরণী দাখিল করেছেন দুদক চেয়ারম্যান

দুদক সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের সম্পদ বিবরণী জমা দিয়েছেন দুর্ন...

২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

শারীরিকভাবে নতুন কোনও সমস্যার উদয় না হলে আগামী ২৯ ডিসেম্বর (রবিবার) লন্ডনের উ...

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনের আওতায় আনছে বাংলাদেশ ক্...

ইভিএম পদ্ধতিতে আর কোনো নির্বাচন হবে না

ইভিএম পদ্ধতিতে আর কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা