বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর মিরপুর ১০-এ রয়েল টিভি ভবনের তৃতীয় তলায় নাইট কুইন চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে বিজয় উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের শুরুতে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম।
সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উপদেষ্টা দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান।
আরো বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বিজয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদক রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান ও মো. বেলায়েত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যদের পরিবারবর্গ ও শিশু-কিশোরদের পরিবেশনায় ছড়া, গান, আবৃত্তি, কৌতুক এবং হামদ-নাত পরিবেশিত হয়।
আমারবাঙলা/এমআরইউ