জাতীয়
সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক

কাকরাইলে সাদপন্থিদের বড় জমায়েত

আমার বাঙলা ডেস্ক

তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন। আগামী ৭ ডিসেম্বর তারা সমাবেশ করবেন। শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের আগে তারা এ ঘোষণা দেন।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকেই কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয় সাদপন্থিরা। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাদপন্থিদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যানচলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় সুরাপন্থিরা সকালে মসজিদ থেকে সরে যান। এ বিষয়ে রমনা জোনের ডিসি গণমাধ্যমে জানান, জুবায়েরপন্থিরা চার সপ্তাহ অবস্থান করেছিলেন। আজ তারা অবস্থান ছেড়ে দিয়েছেন। এখন দুই সপ্তাহ অবস্থান করবেন সাদপন্থিরা।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শান্তিপূর্ণভাবে বের হয়ে যান জুবায়েরপন্থিরা, তারপর সুশৃঙ্খলভাবে প্রবেশ করেন সাদপন্থিরা।

জুমার নামাজের আগ মুহূর্তে রাস্তা থেকে সারে যান অবস্থানকারীরা। এর আগে তারা আগামী ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বর দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হারপিকের সঙ্গে নিঝুম মজুমদারের কী সম্পর্ক

বিতর্কিত ব্যারিস্টার নিঝুম মজুমদার সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার আল...

সেতুটি ভেঙে অব্যবহৃত পড়ে আছে ৭ বছর হলো

কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরের হাসপাতাল মোড় থেকে...

দইখাওয়া আদর্শ কলেজের ক্যানটিনে ১০ টাকায় মেলে দুপুরের খাবার 

উচ্যমূল্যের বাজারে ১০ টাকায় কী পাওয়া যায়? বড়জোর এক...

ঢাবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ব...

টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্ব রেকর্ড

এক বছরে এতোদিন সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান...

সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা ও জমি দখলের অভিযোগ 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...

ঝিনাইদহে মাদ্রাসার ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা

ঝিনাইদহে সাফওয়ান (৬) নামে এক মাদ্রাসার ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।...

কাকরাইলে সাদপন্থিদের বড় জমায়েত

তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভ...

তারেক রহমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জুবাইদা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন...

৮৪ প্রেক্ষাগৃহে শাকিবের ‘দরদ’

ঢালিউড কিং শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’ মুক্তি প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা