ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এই সরকারের তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হচ্ছেন।
রবিবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দায়িত্ব পেতে যাওয়া নতুন উপদেষ্টারা রবিবার সন্ধ্যায় শপথ নেবেন। উপদেষ্টাদের দুই-একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এদিকে, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১।
এর আগেও উপদেষ্টাদের বক্তব্যে ক্যাবিনেটের সদস্য সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত ছিল।
আমার বাঙলা/ এসএ