নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চাঁনখারপুলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এমন দৃশ্য দেখা যায়। বিকেল পৌনে ৫টার দিকে সেখানে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয়পক্ষকে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। কিছুক্ষণ পরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।
বিকেল ৫টা ১৭ মিনিটের দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিক থেকে কয়েকটি গুলি করতেও দেখা যায়। এতে ৩ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে তাদের কেউই কথা বলতে রাজি হননি।
আমার বাংলা/এমআর