নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দেয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন গ্রহণ করছে না রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব সার্ভারের মাধ্যমে দেয়া জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ গ্রহণ করছে না অন্য প্রতিষ্ঠানগুলো। আর রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বলছে, ডিএসসিসি নিজস্ব সার্ভারে নয়, কেন্দ্রীয় সার্ভার রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সার্ভারেই জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ দিতে হবে।
এ নিয়ে ডিএসসিসিকে চিঠি দিলেও তারা তা মানছে না। দুই সংস্থার এমন রেষারেষিতে সাধারণ মানুষের ভোগান্তি এখন তীব্র। ডিএসএসসি ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের কেন্দ্রীয় সার্ভার ডাউন থাকার কারণে নগরবাসী জন্ম ও মৃত্যু সনদ পেতে ভোগান্তি পোহাচ্ছিল। সেজন্য ডিএসসিসি পৃথক সার্ভার তৈরি করে জন্ম সনদ ইস্যু করে। স্বতন্ত্র সার্ভার চালু হওয়ায় নিবন্ধন ফির অর্থ সরাসরি পাচ্ছে ডিএসসিসি। গত ৪ অক্টোবর নিজস্ব সার্ভার চালু করে ডিএসসিসি।
ইতোমধ্যে ডিএসসিসি নিজস্ব সার্ভারের মাধ্যমে জন্ম ও মৃত্যুর প্রায় ৭০ হাজার সনদ দিয়েছে। এর মধ্যে ৬৮ হাজার ৬০৪টি জন্ম সনদ এবং ১ হাজার ৭০টি মৃত্যু সনদ। কিন্তু এসব জন্ম ও মৃত্যু সনদ সরকারি কোনো সংস্থাই গ্রহণ করছে না। তার পরও ডিএসসিসি এই সার্ভারের মাধ্যমে সনদ ইস্যু করে যাচ্ছে। আর এসব জন্ম সনদ নিতেও নগরবাসীকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। ভুক্তভোগীদের বলা হচ্ছে, শিগগির কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করে দেয়া হবে। কিন্তু যুক্ত আর হচ্ছে না।
ফলে অনেকে মিথ্যা তথ্য দিয়ে ডিএনসিসির কাছ থেকে আরেকটি সনদ সংগ্রহ করছে। সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১-এর উপসচিব ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে গত ১৩ মে রেজিস্ট্রার জেনারেলের কেন্দ্রীয় সার্ভার ব্যবহার করার জন্য চিঠি দেন।
তাতে বলা হয়, ডিএসসিসি থেকে পৃথক সার্ভারের মাধ্যমে জন্ম-মৃত্যুনিবন্ধন সেবা প্রদান করা হলে নিবন্ধন কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং পাসপোর্ট সেবাসহ অনেক ক্ষেত্রে নাগরিক দুর্ভোগ বৃদ্ধি পেতে পারে। এজন্য কেন্দ্রীয়ভাবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভারের মাধ্যমে ডিএসসিসির জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।
ইতোমধ্যে ডিএসসিসির সার্ভারে সম্পন্ন হওয়া যাবতীয় তথ্য রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভারে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেয়া হয়। তবে সর্বশেষ তথ্যানুযায়ী তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো ডিএসসিসি সার্ভারেই জন্ম ও মৃত্যুনিবন্ধন ইস্যু করে যাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির জানান, ডিএসসিসি এখন পর্যন্ত নিজস্ব সার্ভারে জন্ম ও মৃত্যুনিবন্ধন দিচ্ছে। রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের চিঠির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এ বিষয়ে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কথা বলবেন।
এবি/এইচএন