নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে লক্কড়ঝক্কড় গাড়ি। গাড়িগুলো গরীব গরীব চেহারার উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার চেয়ে গ্রামের গাড়িগুলো ভালো। ঢাকায় যে ধরনের লক্করঝক্কর ও রংচটা বাস চলে, তা বিশ্বের অন্য কোনো দেশে নেই।
বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ কথা বলেন।
সভায় কাদের বলেন, সড়কে ৪৩ বছরের পুরনো গাড়ি কি করে চলে? এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল?
ঢাকা শহরের গাড়ি লক্কড়-ঝক্কড়, গাড়িগুলো গরীব গরীব চেহারার। এগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নতমানের গণপরিবহন চলে।
বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে। ঢাকায় যে ধরনের লক্করঝক্কর ও রংচটা গাড়ি চলে, তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না।
বিআরটিএ’র উদ্দেশে তিনি বলেন, লক্কর-ঝক্কর বাসগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না। যদি ডাম্পিং করতে গেলে দেখা যায়, ওই ধরনের গাড়ি আর রাস্তা বের হবে না। তখন জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান প্রমুখ।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগর এলাকায় বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২ শিক্ষার্থী প্রাণ হারান। পরে জানা যায়, বাসটি ছিল ৪৩ বছরের পুরোনো। ফিটনেস ছাড়াই লক্কড়ঝক্কড় বাসটি রাস্তায় চলছিল।
এবি/এইচএন