নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার (২৬ মার্চ) এক বার্তায় এ কথা জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো চিঠিতে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
দ্রৌপদী মুর্মু বলেন, বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কের গুণগত পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দুই দেশের নেতৃত্বের মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রচেষ্টা চলবে বলে আমি আশাবাদী।
এবি/এইচএন