বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
সংগৃহিত
জাতীয় প্রকাশিত ১৯ জানুয়ারী ২০২৪ ১১:৩২
সর্বশেষ আপডেট ১৯ জানুয়ারী ২০২৪ ১১:৩২

বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্ত দাবি

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নির্বাচনকে ঘিরে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে এ সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে দেশটির অবস্থান পরিবর্তন না করে এ কথা জানান।

এ সময় এক সাংবাদিকের প্রশ্ন- বাংলাদেশে গণতন্ত্রকে খর্ব করে ও বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে রিপোর্ট অনুসারে যে জাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কী পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র? আপনার বিবৃতিতেই উল্লেখ করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু কোনোটাই হয়নি।

জবাবে মুখপাত্র বলেন, বিরোধীদলের নেতাকর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে, তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন। নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে, তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য- এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা এর নিন্দা জানাই। সেই সাথে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।

মিলার আরও বলেন, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি আমরা সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাবো, তারা যেন সহিংসতা পরিহার করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা