নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এক ভিডিও বার্তায় এই রুটের উদ্বোধন করেন।
এই রুটে ঢাকা থেকে প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার ফ্লাইট যাতায়াত করবে। নির্ধারিত দিনগুলোতে চেন্নাইয়ের উদ্দেশে দুপুর ১২টা ৫০টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে রওনা হবে। তারপর বিকেল ৩টা ২০ মিনিটে চেন্নাই পৌঁছাবে। সেখান থেকে বিকেল সোয়া ৪টায় ঢাকার উদ্দেশে আবারও ছেড়ে আসবে। পরে ঢাকা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পৌঁছাবে।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম জানান, আমরা আপাতত সপ্তাহে ৩ টি ফ্লাইট দিচ্ছি। আমরা চাইবো অন্য এয়ারলাইন্সগুলোর থেকে আমাদের সেবা যাতে ভালো হয়। আমাদের লক্ষ্য সেটাই থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রনব ভার্মা ও বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন ও সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এবি/এইচএন