সংগৃহীত
জাতীয়
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি

রায়হান উল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হোক। দলের শীর্ষস্থানীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যে এমনই আভাস মিলেছে। দলের এমন অনড় অবস্থানের কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি তুলে ধরতে চান নেতারা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন নিয়ে আলোচনা করতে সরকারপ্রধানের সঙ্গে বসবে। এটিই প্রথম বৈঠক যেখানে আলোচনার একমাত্র বিষয় ভোট; অর্থাৎ নির্বাচনী রোডম্যাপ।

দলীয় সূত্র জানায়, বিএনপি কী কারণে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় তার কারণ ও যৌক্তিক ব্যাখ্যা আজ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন নেতারা। বিএনপির চাওয়ার প্রেক্ষিতে দলটিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে।

এদিকে বৈঠকে উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আবার মাঠের কর্মসূচিতে যেতে পারে। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধিদল বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকেও এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করবেন। এ ছাড়া বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এবার আমরাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি। তিনি আমাদের সময় দিয়েছেন। আমরা বৈঠকে নির্বাচনকে গুরুত্ব দিয়ে আলোচ্যসূচি সাজিয়েছি। বিশেষ করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাব। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টাকে সরাসরি বলব। এটি শুধু বিএনপির নয়, আপামর জনগণের দাবি। নির্বাচন ছাড়াও আরো কিছু বিষয় যেমন বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ঈদের দিন থেকে কিছু সুশীল সামাজিক মাধ্যমে ঝড় তুলে দিচ্ছেন, তারা ড. ইউনূসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান। কেউ কেউ দশ বছর চান। কিছু ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্টও তাই বলছেন। তাদের কথা শুনে মনে হচ্ছে জোর করে ইউনূসকে ক্ষমতায় রাখতে চান তারা। উন্নয়নের নাম করেও শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিলেন অনেকে। এগুলো গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন কোনোভাবেই বিলম্ব করা যাবে না। যত দেরি হবে তত দেশি বিদেশি সংকট ও ষড়যন্ত্র বাড়বে। তাই বিশেষ করে নির্বাচন কবে হবে, সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। ডিসেম্বর বলার পরও কেন আগামী বছরের জুনের কথা বলা হচ্ছে। এটি আমাদের মধ্যে খটকা তৈরি করছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে আমরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সংস্কার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এটি খুবই সিরিয়াস বৈঠক হবে। স্থায়ী কমিটির সব সদস্যই সেখানে অংশ নিবেন বলে আশা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে আমরা সরকারের মনোভাব বোঝার চেষ্টা করব। তিনি বলেন, কারা নির্বাচন প্রলম্বিত করতে চায় তা জনগণ প্রত্যক্ষ করছে। নানা ছুতোয় তারা ভোটকে আড়াল করতে যাচ্ছে। বিএনপি তা হতে দেবে না।

বিএনপির নেতারা বলছেন, তাদের প্রধান লক্ষ্য- যেকোনো মূল্যে চলতি বছরের মধ্যে নির্বাচন আদায় করে নেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে সংকট আরো বাড়বে। দলকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে। নির্বাচন ডিসেম্বরের পরে হলে নানা সংকট দেখা দিতে পারে। অভ্যন্তরীণ অনেক সংকট তৈরি হতে পারে। যা সামাল দেওয়া কঠিন হতে পারে। বিশেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আওয়ামী লীগের বিরুদ্ধে যখন থেকে আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের নির্বাচনি প্রস্তুতি ছিল। এখনো আছে। যদি বলা হয় কালকে নির্বাচন হবে আমরা তাতেও প্রস্তুত আছি। তিনি বলেন, আমরা আশা করছি, সরকার তার কথা রাখবে। এই সময়ের মধ্যে নির্বাচন দেবে। ড. মুহাম্মদ ইউনূসের মন পরিচ্ছন্ন। তিনি নির্বাচন দিতে চান। কিন্তু তার আশপাশে সুবিধাভোগী একদল লোক আছে যারা আওয়ামী লীগের আমলেও সুবিধা ভোগ করেছে, এখনো ভোগ করছে, আগামী দিনেও ভোগ করবে। সরকারের কাছে আপনাদের প্রত্যাশা অবিলম্বে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দেওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, বিএনপির তো ইতোমধ্যে বদনাম হয়ে গেছে যে, আমরা সংস্কার চাই না শুধু নির্বাচন চাই। কিন্তু আমরা সবসময় বলে আসছি নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার সংসদে গিয়ে করবে। আমরা কখনো বলিনি যে সংস্কার করব না। কিন্তু ধর্মভিত্তিক একটি দলসহ কয়েকটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপ্রচারের পাশাপাশি বিভিন্ন কৌশলে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। যার কারণে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, বৈঠকে সরকারের প্রতি বিএনপির এখনো যে পূর্ণ সমর্থন রয়েছে- সেটি তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাব।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। যত দিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো, তত দিন আমাদের রাজপথে থাকতে হবে, রাজপথে মীমাংসা করতে হবে। তিনি বলেন, অধ্যাপক ইউনূস কথা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বা তার পরে দু-এক মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন দেবেন। আমরা সেটি বিশ্বাস করতে চাই এবং সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করি। যত দিন এই রোডম্যাপ ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, তত দিন সংকট কাটবে না। সংকট কাটানোর জন্য নির্বাচিত সরকার দরকার। এ নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান, পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে আমরাও এই সরকারকে সহযোগিতা করতে চাই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এমন বক্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। জামায়াতে ইসলামীর তৎপরতা গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপিকে ঠেকাতে।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তিন ঘণ্টার বেশি সময়ের যৌথ সভা হয়েছিল। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের সদস্যরা সংস্কার বিষয়ে রাজনীতিকদের সঙ্গে কথা বলেন। সেই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন।

এদিকে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার যে তাগিদ দিয়েছেন, তার সঙ্গে একমত নয় বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। বিএনপি এর বাইরে অন্য কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ।

গত শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা এ তাগিদ দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছে। এরপর রাতে বিএনপির বিভিন্ন সংস্কার প্রস্তাব তৈরির সঙ্গে যুক্ত সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানান।

এর আগে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। তখন সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘যদি প্রধান উপদেষ্টা এ কথা বলে (ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য) থাকেন, তাহলে সেটিকে আমরা পজিটিভলি দেখছি।’ তবে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা মনে করি, উনি ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন এবং যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে সে ঘোষণা দেবেন।’

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য সংশোধন করে জানানো হয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ বিষয়ে পরে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তাগিদের বিষয়ে আমরা একমত নই। আমরা এ বছরের ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করি। আশা করি, তিনি আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নির্দেশনা দেবেন।’ সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটি জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম, যাতে জাতি আশ্বস্ত হয়, গণতন্ত্রবিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি অন্য একটি ফোরামে গিয়ে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলেন। আমরা এর প্রতিক্রিয়া জানিয়েছি। উনি এখনো সে কথা বললে আমরা তার সঙ্গে একমত নই।’

বিএনপির এই নেতা আরো বলেন, প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কী করণীয়।

এদিকে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির তোড়জোড় থাকলেও জামায়াতে ইসলামী, ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিসহ অনেক দলই এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রত্যেক বৈঠকে তারা সংস্কারকে গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারের সংস্কার প্রস্তাবনায় মতামত দেওয়ার ক্ষেত্রেও বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে। বিএনপির কথা গণতান্ত্রিক ধারা ফেরাতে ভোটের বিকল্প নেই। আর সংস্কার চলমান প্রক্রিয়া; এটি সব সময় চলবে। নির্বাাচিত সরকারর সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে বলে মত বিএনপি নেতাদের।

গত বছরের ৫ আস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই দেশে কখন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ- সর্বত্রই এখন প্রশ্ন; নির্বাচন শেষ পর্যন্ত হবে তো, হলে কবে হবে?

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বগুড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুরের চেষ্টা, ৪ লাখ টাকা লুট

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মদন মোহন মন্দিরে ঢুকে...

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখান...

উত্তর প্রদেশের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্থা

উত্তর প্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে ফেলার অভিযোগ পাওয়া গেছ...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আহমদ বাদাওয়ি মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বা...

পহেলা বৈশাখের মোটিফ বানানো মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র...

সাফারি পার্কে ঘোরাঘুরির ব্যাখ্যা দিলেন সাকিব

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে...

গাজায় নিহত ২৩ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আ...

বরফঠান্ডা পানিতে অনেক মানুষের গোসল, গিনেস রেকর্ডস

প্রচণ্ড শীতে জলাশয়ের প্রায় বরফঠান্ডা পানিতে গোসল ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা