বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদ্যাপিত হবে, তা জানা যাবে আগামীকাল রবিবার (৩০ মার্চ)। দেশের আকাশে এদিন যদি ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন সোমবার সারা দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন মঙ্গলবার ঈদ উদ্যাপিত হবে। আর এতে করে এক মাসের সিয়াম সাধনা শেষে উদ্যাপিত হবে ঈদুল ফিতর।
রীতি অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সৌদি আরবে কবে ঈদ হবে, তা আজ শনিবারই (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে। সেটি জানা গেলে বাংলাদেশে ঈদ কবে হতে পারে, সেটিও ধারণা করা যাবে।
রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এই সভা। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। এই সভা থেকেই বাংলাদেশে ঈদ কবে উদ্যাপিত হবে, তা জানানো হবে।
আমারবাঙলা/এমআরইউ