এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক বার্তায় এ তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
মজিবুর রহমান বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া। এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।
এর আগে গত রবিবার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেফতার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এ তথ্য জানান।আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন৷
এদিন আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়৷পরে পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়৷
এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। আতিকুল ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র। আওয়ামী লীগের মনোনয়নে তিনি মেয়র হন।
আমারবাঙলা/জিজি