সংগৃহিত
বিজ্ঞান

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রথিতযশা প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ জেলার পীরগঞ্জে পালিত হচ্ছে।

শুক্রবার প্রয়াত বিজ্ঞানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআন খানি, মিলাদ ও দোয়া, তবারক বিতরণ এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

সকালে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দিবসের সুচনা আরাম্ভ হয়। দিনের প্রহরে প্রয়াত বিজ্ঞানীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের জেলা যুবলীগের সভাপতি বাবু লক্ষীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা যুবলীগের মাজহারুল আলম মিলন, নুরে আলম খুশিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফা সালোয়া ডিনাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিচার্স এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, রংপুর জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, জেলা ও উপজেলা ছাত্রলীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ রংপুর, ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন পীরগঞ্জ, সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্কুল এন্ড কলেজ, বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পীরগঞ্জ প্রেসক্লাব, পীরগঞ্জ ডিজিটাল গ্রুপ, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পৃথক পৃথকভাবে ফাতেহপাঠ ও মোনাজাত করা হয়।

বেলা ১১ টায় জয়সদন প্রাঙ্গনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন পীরগঞ্জের আয়োজনে আলোচনা ও দোয়া এবং মিলাদ অনুষ্ঠানের পর তবারক বিতরণ করা হয়। আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রয়াত বিজ্ঞানী’র ভাতিজা ও রংপুর জেলা আহবায়ক কমিটির আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল সভাপতিত্ব করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, সদস্য জিন্নাত হোসেন লাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহম্মেদ, একেএম তানিম আহসান চপল প্রমুখ।

এছাড়াও দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরআন খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রয়াত বিজ্ঞানীর ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ আসনের এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত?

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ঢাকায় নেয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে চাঁদ দেখা...

রাজধানীতে বেড়েছে মাংস ও মসলার দাম

ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের...

চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাবে ব্যাহত ত্রাণ তৎপরতা: জাতিসংঘ

মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত...

যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তর...

শেষবেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি

অন্যান্যবারের তুলনায় স্বস্তির হয়েছে এবারের ঈদযাত্রা। শনিবার (২৯ মার্চ) অধিকাং...

ঈদ আমাদের জন্য না: আফরান নিশো

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়...

ঈদের শুভেচ্ছায় হামজা-জামালদের বার্তা

ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাত...

কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল

সারা ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগা...

৭ বছর পর মা-ছেলের ঈদ উদ্‌যাপন, দেশবাসীর উদ্দেশে যা বললেন তারেক রহমান

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারে...

আগামী ঈদ করবেন আরাকানে, আশা রোহিঙ্গাদের

দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা