মালয়েশিয়ায় শেখ পরিবারের প্রতিষ্ঠান ইএসকেএল এর কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং স্বল্প সময়ে পাসপোর্ট বিতরণে কার্যকর পদক্ষেপের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশীরা।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভিতরে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে সাধারণ প্রবাসী বাংলাদেশীরা।
এ সময় প্রবাসীরা বলেন, হাইকমিশনের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের যোগসাজসে রাষ্ট্রীয় সম্পদ ই-পাসপোর্ট এর সার্ভার ইএসকেএল এর দখলে রয়েছে এক প্রকার ক্ষমতার জোরে। চুক্তিপত্রে স্পষ্টভাবে পাসপোর্ট সার্ভিস সেন্টারের তৃতীয় ও চতুর্থতলায় তাদের সকল কাজ সম্পাদনের কথা উল্লেখ থাকলেও সেটা আছে শুধু কাগজে কলমে।
এ ছাড়া দেশ থেকে মোটা অংকের টাকা পাচার, ১৫ লক্ষ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের তথ্য পাচার, পাসপোর্ট জটিলতা, অ্যাপয়েনমেন্ট বাণিজ্য, অতিরিক্ত অর্থ আদায়, নির্যাতনসহ নানা অভিযোগে অভিযুক্ত থার্ডপার্টি অফিস ইএসকেএল এর অপকর্ম দীর্ঘদিন ধরে প্রবাসীরা দেখে আসছে। এসব থেকে পরিত্রাণ পেতে চায় সাধারণ প্রবাসী বাংলাদেশীরা।
এ সময় সাধারণ প্রবাসীদের প্রতিনিধিরা বলেন, একজন তাবিথ আউয়ালের ইশারায় শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান রাতারাতি সুপ্রিম কোর্টের রিট পিটিশনের কারণে রক্ষা পেয়ে যাচ্ছে। যার দুর্নীতি দিনের আলোর মতো পরিষ্কার থাকলেও মালয়েশিয়াস্থ হাইকমিশন থেকে কোন প্রতিবাদ করা হয়নি। এমনকি সাত দিনের লিখিত জবাব দিতে বললেও সেখানে কোনো দুর্নীতির কথা উল্লেখ করা হয়নি।
তারা বলেন, ইএসকেএলকে টিকিয়ে রাখতে এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর গংদেরকে বহাল তবিয়তে রাখার বন্দোবস্ত করছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন। তাদের প্রত্যাহার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।
উল্লেখ্য, রাষ্ট্রদূত, ডেপুটি হাইকমিশনার ও দূতালয় প্রধানের যৌথ উদ্যোগে হাইকমিশনকে অকার্যকর করে তাদের সকল কাজকর্ম ইএসকেএলকে পাইয়ে দিতে সব রকম সহযোগিতা করেন। এ ছাড়া খোরশেদ আলম খাস্তগীর জুলাই বিপ্লবের সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সাধারণ প্রবাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন। ফলে সমালোচনার কারণে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেও সেটা বাতিল করা হয়।
এ সংক্রান্ত ভিডিও নিউজ দেখতে নিচের লিঙ্ক ক্লিক করুন-
https://youtu.be/bboXEe2JR3A?si=KB-W_KzrppJ42_m5