মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের আরাবেল্লা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক মো. আরিফুজ্জামান ও প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক, মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলাম, সাংবাদিক বাপ্পী কুমার, বিল্লাল হোসেন, রশিদ আহমেদ মুকুল ও মহিলা সম্পাদিকা কনিকা ইসলাম।
অনুষ্ঠানে বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে অন্যতম কমিটির মধ্য থেকে যারা দেশে ফেরত চলে গেছেন সেই শূন্য পদগুলো পুরণ করা ও কমিটিকে নতুন করে গঠন করা, সমিতির এক্টিভিটি বাড়ানো এবং অসহায় প্রবাসীদের স্বার্থে সকলকে এগিয়ে এসে কাজ করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফিরোজ শেখ, মেহেদি হাসান, শান্তি চাকলাদার, মো. সুমন হোসেন, উজ্জল, আজিম হুসাইন, মো. সুমন হোসেন, জোসনা হোসেন, ফাতেমা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বৃহত্তর যশোর জেলা সমিতি প্রবাসে একটি অরাজনৈতিক সমিতি। মূলত মালয়েশিয়ায় অসহায় প্রবাসীদের বিপদে পাশে থাকা এবং তাদের সাহায্যে এগিয়ে আসায় প্রধান কাজ।
আমারবাঙলা/এমআরইউ