সংগৃহীত
প্রবাস

নিজের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে যা বললেন টিউলিপ

আমার বাঙলা ডেস্ক

দুর্নীতি নিয়ে ব্যাপক চাপের মুখে অবশেষে তদন্তের আহ্বান জানালেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক।

সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছি, যার অনেক কিছুই সঠিক নয়। যেখানে আমার আর্থিক ও আমার পরিবারের বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক উঠে এসেছে।

তিনি আরো লেখেন, আমি একদম স্পষ্ট যে আমি কিছু ভুল করিনি। যাইহোক, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো নিয়ে সত্য প্রতিষ্ঠা করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত করবে মন্ত্রী-আমলাদের দুর্নীতি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা সরকারের নৈতিক ইস্যু বিষয়ক উপদেষ্টাদের একটি স্বাধীন দল।

সোমবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন টিউলিপ। টিউলিপ এবং তদন্ত প্রক্রিয়ার ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত দুই শয্যাকক্ষের একটি ফ্ল্যাট ২০০৪ সালে টিউলিপ সিদ্দিককে আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার উপহার দিয়েছিলেন বলে জানানো হয়। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, এক লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ছয় লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় নয় কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।

যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল ডেটার তথ্য বলছে, ২০০৪ সালে উপহার হিসেবে পাওয়ার পর কিং’স ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। এরপর তার অন্য ভাই-বোনরা ছিলেন আরো বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (এক কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন হচ্ছে তার।

নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য শাখার ‘লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিম’-এ সংশ্লিষ্ট ছিলেন তিনি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও এ সংশ্লিষ্টতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে কোনো নির্বাচনী হলফনামায় ফ্ল্যাটটির বিষয়ে উল্লেখ করেননি টিউলিপ। হলফ নামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকার ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন। ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। মুজিবুল ইসলাম স্বীকার করেছেন, তিনি ফ্ল্যাটটি ২০০১ সালে কিনেছিলেন। কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি।

লন্ডনের ভূমি রেজিস্ট্রি রেকর্ডে দেখা যায়, ২০০৪ সালের নভেম্বরে তৃতীয় তলার ফ্ল্যাটটির একক মালিক হন টিউলিপ সিদ্দিক। আর তখন তিনি কেবল লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন এবং তার কোনো উপার্জন ছিল না। ফ্ল্যাটটির কোনো মর্টগেজও ছিল না এবং এর কোনো দামও উল্লেখ ছিল না। এর ফলে ফ্ল্যাটটি যে কেনা হয়নি এবং তার কাছে হস্তান্তর করা হয়েছিল, সেটির প্রমাণ মিলেছে। ফ্ল্যাট কেলেঙ্কারির এই ঘটনায় যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে।

ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়ে বলেছেন, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ

আলোচিত কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ। ২০১১ সালের...

নড়াইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর...

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৫৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীনের জিজাং স্বায়ত্তশাসি...

‘জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে ফাঁসিতে ঝুলান’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদ...

ডাকসেবার বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ডাকসেবার বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়েছে...

দুবলারচরের শুঁটকিপল্লী নীরব

মাছ সংকটে ভুগছে সুন্দরবনের দুবলারচরের শুঁটকিপল্লী।...

গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ নিহত ৪৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ইস...

সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ: তদন্ত কমিটি

বাংলাদেশ সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বি...

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির (১৯) নামে বাংল...

‘গুলি ছোড়া বন্ধ করুন, আমার মেয়ে মরে গেছে’

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা ২১...

লাইফস্টাইল
বিনোদন
খেলা