প্রবাস ডেস্ক: প্রবাসীরা পাসপোর্ট এবং এনআইডি যথাসময়ে না পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ করেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাসপোর্ট বা এনআইডি পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়।
আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) ‘বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্র-ইনক’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে ড. মোমিন এসব কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশে বাংলাদেশ মিশনগুলো বায়োমেট্রিক এবং তথ্য সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট ও এনআইডি ইস্যু হলে তবেই মিশনের মাধ্যমে সেগুলো বিতরণ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসময় বাংলাদেশে প্রবাসীদের জন্য বিনিয়োগ সুবিধার কথা তুলে ধরেন।
এবি/এইচএন