প্রবাস ডেস্ক: কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের (২১) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় জোহর পর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশর কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন কমিউনিটিরা ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির চাপায় নিহত হন মুনমুন। তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে।এ সপ্তাহে ঢাকায় স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী নিহত মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক, তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো মুনমুন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
এবি/এইচএন