বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
প্রবাসীর কলার ধরে রেখেছেন একজন বাউন্সার । ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রবাস প্রকাশিত ২১ নভেম্বর ২০২৪ ১১:৩৭
সর্বশেষ আপডেট ২১ নভেম্বর ২০২৪ ১১:৪৩

প্রবাসীদের পেটাতে বাউন্সার ভাড়া করেছে ইএসকেএল

মালয়েশিয়া প্রতিনিধি

নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীদের জন্য বাউন্সার ভাড়া করেছে মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিস কুয়ালালামপুর- ইএসকেএল।

জানা গেছে, বাউন্সারদের দায়িত্ব দেওয়া হয়েছে পাসপোর্ট সার্ভিস নিতে আসা প্রবাসী বাংলাদেশীদের ভয় দেখানোর। বাস্তবেও তাই করছেন বাউন্সাররা। প্রায়ই দেখা যাচ্ছে প্রবাসীদের দিকে তেড়েফুড়ে আসছেন তারা। হাতে থাকছে লাঠি। কখনো কখনো সপাটে সে লাঠি দিয়ে আঘাত করছেন প্রবাসীদের।

ইএসকেএল -এর বাউন্সারদের হাতে প্রহৃত প্রবাসী শ্রমিক জাকির হোসেন এই প্রতিবেদককে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি আমাদের ভিআইপির মর্যাদা দিয়েছে। বাস্তবে আমরা যে অবহেলিত শ্রমিক ছিলাম, তা-ই আছি। ইএসকেএল আমাদের ব্লাকমেইল করে অতিরিক্ত টাকা নিচ্ছে। তারপরও তাদের কর্মীরা ভালো ব্যবহার করছে না। অকারণে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে প্রবাসীদের।”

জাকির হোসেন আরো বলেন, “সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েই আমরা পাসপোর্ট রিসিভ করতে গিয়েছিলাম। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ক্লান্তিতে শরীর চলছিল না। তখন দেখি ঘুষ নিয়ে পেছন থেকে কয়েকজনকে আমাদের আগে নিয়ে যাচ্ছে ইএসকেএল এর নিরাপত্তাকর্মীরা। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করাতেই বাউন্সাররা ছুটে আসে। লাঠি দিয়ে আমাদের পেটাতে থাকে।”

ইএসকেএল-এ চাকরিরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রবাসীদের ওপর ইএসকেএল রীতিমতো জুলুম করছে। চাকরি বাঁচানোর ভয়ে প্রতিবাদ করতে পারি না। কিন্তু প্রবাসী শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানটি যে অমানবিক আচরণ করছে তা ঘরের চাকর-বাকরের সঙ্গেও কেউ করে না। তার ওপর অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপার তো আছেই। এসব অন্যায়ের সমাধান হওয়া উচিত।”

তিনি জানান, প্রবাসীদের পকেট থেকে নিয়মবর্ভিূতভাবে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ইএসকেএল।

গত ১৮ নভেম্বর এই বক্তব্যের সত্যতা মেলে ইএসকেএল অফিসে গেলে। দেখা যায়, অকারণে ইএসকেএল কতৃক নিযুক্ত বাউন্সার এবং নিরাপত্তাকর্মীরা সম্মিলিতভাবে প্রবাসীদের পেটাচ্ছে।

প্রায়ই ইএসকেএল অফিসের বারান্দায় শুয়ে থাকতে দেখা যায় প্রবাসীদের। কারণ দূর-দূরান্ত থেকে পাসপোর্ট সেবা নিতে আসা এসব প্রবাসীদের সময়মতো সার্ভিস দিতে পারছে না ইএসকেএল। প্রবাসীরা নিজেদের কাজ ফেলে দিনের পর পর দিন ধর্না দিতে হয় ইএসকেএল অফিসে।

তারই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর রবিবার প্রায় ৮শ’ মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলেন ইএসকেএল অফিসে। কিন্তু হঠাৎই ক্লান্ত প্রবাসীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করেন একজন ইএসকেএল কর্মী।

আমার বাঙলা’র হাতে আসা ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ঘুষের বিনিময়ে এই দীর্ঘ সিরিয়ালের পেছন থেকে মানুষকে ভেতরে নিয়ে যাচ্ছে। তাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাদের সময়ের অপচয় হচ্ছে। ১৮ নভেম্বর ঘুষ খেয়ে, সিরিয়াল ভাঙ্গার এই অনিয়মের প্রতিবাদ করাতেই প্রবাসীদের বেধড়ক পেটান ইএসকেএল কর্মীরা।

এ ব্যাপারে কথা বলতে ইএসকেএল এর ব্যান্ড ও মার্কেটিং কর্মকর্তা আরমান পারভেজ মুরাদকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

প্রবাসীদের মারধোরের ভিডিও নিউজ দেখতে দৈনিক আমার বাঙলা’র ডিজিটাল রিপোর্ট দেখুন নিচের লিঙ্কে --

https://youtu.be/a9f_9r_fS9s?si=5c3N72_HPFhkAtbO

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা