প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ-কানাডা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান টরন্টো নগরীর ৯ ডজ রোড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিআইপি ফারুকী হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডাঃ খলিলুর রহমান। ৭৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
ক্যুইবেক প্রদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সি বশির ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র সাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের নাম ঘোষণা করেন সিআইপি ফারুকী হাছান।
সিআইপি ফারুকী হাছান তার বক্তব্যে বলেন, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের দল বিএনপি-জামায়াত যেনো ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে কানাডা আওয়ামী লীগের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে এবং সকল প্রকার মিথ্যাচার, গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কানাডা আওয়ামী লীগের সকল সদস্যদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে।
সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে সকলের প্রতি আহবান জানান।
এবি/এইচএন