রাজবাড়ীর পাংশায় তিনটি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছে জেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম (রোমান) ও সদস্য সচিব মোঃ শাহীনুর রহমান (শাহীন) স্বাক্ষরিত জেলা ছাত্রদলের প্যাডে গত ১ মার্চ এ কমিটির অনুমোদন দেয়া হয়।
ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া কলেজগুলো হলো, পাংশা সরকারি কলেজ, মাছপাড়া ডিগ্রি কলেজ ও পাংশা মহিলা কলেজ।
পাংশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমুর রহমান শোভনকে সভাপতি ও উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ হৃদয় হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে অন্যান্য পদসমূহে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি খালিদ হাসান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, তামিম, মামুন মন্ডল, সিনিয়র যুগ্ম –সম্পাদক রিজু, যুগ্ম-সম্পাদক রাফসান, ওবাইদুর রহমান, রনি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ সৌরভ হাসান, প্রচার সম্পাদক রাব্বি হোসেন রানা, দপ্তর সম্পাদক আরাফাত বিশ্বাস, ক্রীড়া সম্পাদক শোভন ও ছাত্রী বিষয়ক সম্পাদক মিতু আক্তার।
মাছপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে রয়েছেন, সভাপতি আলমগীর মন্ডল, সিনিয়র সহ-সভাপতি তৌহদুল শেখ, সহ-সভাপতি মোঃ সোহাগ রানা, নাইমুল ইসলাম, সাজ্জাদ শেখ ও আলমগীর। সাধারণ সম্পাদক আলিফ, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাদশা খান, যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম ও আরাফাত শেখ। সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাসান, প্রচার সম্পাদক সোহান খান, দপ্তর সম্পাদক মোঃ ইমরান প্রামানিক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহান খান, ক্রীড়া সম্পাদক আল মামুন।
পাংশা মহিলা কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি হয়েছেন মোছাঃ প্রার্থনা ফারদিন, সিনিয়র সহ-সভাপতি ইলমা খাতুন, সাধারণ সম্পাদক তামান্না খাতুন, সিনিয়র যুগ্ম-সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক মোছাঃ নাছিমা আক্তার রুপা।
এসকল কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমারবাঙলা/ইউকে