জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবর্তিত বাংলাদেশেও জুলুম-নির্যাতনের অবসান হয়নি। তিনি দাবি করেছেন, এখনো রাজনৈতিক নেতারা অন্যায়ভাবে কারাগারে বন্দি রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার হয়ে কারাগারে রয়েছেন। যদি তাকে দ্রুত মুক্তি না দেওয়া হয়, তাহলে আমি নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানাবো।’
পথসভায় সভাপতিত্ব করেন জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমারবাঙলা/জিজি