রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ছবি-সংগৃহীত
রাজনীতি প্রকাশিত ৫ অক্টোবর ২০২৩ ০৭:২৩
সর্বশেষ আপডেট ৫ অক্টোবর ২০২৩ ০৭:২৫

চট্টগ্রামে অভিমুখে আজ বিএনপির রোডমার্চ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ করবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে বলে জানায় বিএনপির দলীয় সূত্র।

চট্টগ্রাম জেলার মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল তিনটায় কাজীর দেউড়ি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয়-স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জসিম উদ্দিন।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ফরিদপুর থেকে মাদারীপুর হয়ে শরীয়তপুর পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আই...

খড়ের বিনিময়ে ধান কাটার উৎসব চলে কিশোরগঞ্জে 

কিশোরগঞ্জের কৃষক রাসেল মিয়া। তিনি গরু পালেন। কয়েকদ...

সুনামগঞ্জ প্রেস ক্লাবের বর্ণাঢ্য ঈদ আড্ডায় ডিসি,এসপি সহ প্রশাসনের কর্তাগণ

কোথাও ফসল রক্ষা বাঁধের কাজে ত্রুটি বিচ্যুতি থাকলে...

বুধবার থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ বাছাই

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। ২০২৫ বিশ্বকাপ নিশ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা