নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থানান্তর করা হয়েছে।
রোববার দিবাগত রাত দেড়টায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
বিএনপি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে। বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
প্রসঙ্গত, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভার ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এবি/এইচএন