নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, মামলা-নির্যাতন ভয় পেলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে এই সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্য কোনো কথা শুনতে চাই না। পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। আর কালবিলম্ব নয়, এখনই সময় এই সরকারকে বিদায় নিতে হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে বিএনপি নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতিই আটক করা হচ্ছে, মিথ্যা মামলা দায়ের চলছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, মামলা-নির্যাতন ভয় পেলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়াতে হবে। অন্যকোনো কথা শুনতে চাই না।
এবি/ওশিন