সংগৃহিত
রাজনীতি
রাজশাহী-৪

নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল জরুরি

জেলা প্রতিনিধি: ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক হুংকার দিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। এ আসনের বর্তমান এমপি এনামুল হককে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। এর ভিডিও ছড়িয়ে পড়েছে। এনামুল হকের প্রচার মিছিলে হামলাও হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে। এমন পরিস্থিতিতে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনামুল হক।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, ‘ভোটের শুরু থেকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ হুমকি ধমকি দিচ্ছেন। আমাদের এলাকায় ঢুকতে দেবেন না, চেহারা পরিবর্তন করে দেবেন— এসব বলে বেড়াচ্ছেন। এর প্রতিফলনও পাওয়া যাচ্ছে। তার সমর্থকরা আমাদের উপরে হামলা করছে। আমার কর্মীদের আহত করা হচ্ছে। আমরাও একের পর এক অভিযোগ করছি। কিন্তু সুফল পাচ্ছি না। তাই এখন তার প্রার্থিতা বাতিল করা জরুরি হয়ে পড়েছে। যতদূর শুনেছি, রাজশাহী থেকে তার ব্যাপারে এ ধরনের সুপারিশ পাঠানো হচ্ছে।’

এনামুল হক বলেন, ‘আমি এলাকায় ১৫ বছর ধরে এমপি। আমার সম্পর্কে মানুষের ধারণা আছে। আমি ভালো হলে ভোট দেবে, না হলে দেবে না। আমরা তো হাঙ্গামা করছি না। তিনি কেন এত উগ্র হয়ে পড়েছেন? আমরা চাই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাক। জনগণ যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে। এখানে জনগণের উপরে অন্য কোনো কথা থাকতে পারে না।’

পর পর তিন বার নৌকায় চড়ে এমপি হওয়া এনামুল হক এ আসনে এবার কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আওয়ামী লীগের মনোনয়নে নৌকা নিয়ে লড়ছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাগমারা। এমন পরিস্থিতিতে দুই প্রার্থীর সঙ্গে একজন করে গানম্যান রাখা হয়েছে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি।

আবুল কালাম আজাদের বক্তব্যের এক ভিডিওতে দেখা গেছে, তিনি এমপিকে গালিগালাজ করছেন। তিনি বলেন, ‘আমি পুলিশকে বলেছি, এই জায়গায় আমার একটা লোককে ধরতে এলে হাড্ডি ভেঙ্গে দেবো। আমি তাহেরপুরের রাজা। আমিই সরকার।’

আবুল কালাম আজাদও বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার কর্মীদের মারধর করা হয়েছে, কিছু নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের...

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮...

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহ...

সিদ্দিক কবিরাজের এক খিলি পানের দাম ১৫৭৫ টাকা

রাজশাহীর ঈদ মেলায় বাঘা দরগা শরিফের গেটের সামনে সিদ্দিক কবিরাজের (৫৭) পানের দো...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা