নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার পতনের একদফা, নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন এবং দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় গণমিছিল করবে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর এই কর্মসূচি দিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ গণমিছিল করবে। গণমিছিল শুরু হবে দুপুর আড়াই টায়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পিরজঙ্গী মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
এদিন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও পৃথক কর্মসূচি পালন করবে।
গত ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করেছে তারা।
এবি/ওশিন