বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যতো তাড়াতাড়ি নির্বাচন দেবেন ততো তাড়াতাড়ি মানুষ তাদের পছন্দের সরকারকে চেয়ারে বসাতে পারবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হলে নির্বাচনের বিকল্প নেই।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য তাকিয়ে আছে, তাই সরকারের উচিত নির্বাচন দেওয়া। নির্বাচন হলে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে।
সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সর্নক সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইমন, মীর নাঈম। খেলায় অংশগ্রহণ করে অভয় ১৮ ও বিশেষ ২২ দল।
আমারবাঙলা/জিজি