সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানির নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী সিডিইউ

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিডিইউ-র পক্ষে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট পড়েছে এবং ২০ শতাংশ ভোট পেয়েছে এএফডি।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গণনার শেষে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে জার্মানিতে। সিডিইউ এবং সিএসইউ পেয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও এমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

তবে বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের দল এসপিডি-র। প্রায় নয় শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ দশমিক চার শতাংশ ভোট। দ্বিতীয় জায়গায় আছে অতি দক্ষিণপন্থি দল এএফডি। তারা পেয়েছে ২০ দশমিক আট শতাংশ ভোট।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলে পরিস্থিতি যা, তাতে কোনো দলের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে সিডিইউ আগেই জানিয়ে দিয়েছিল যে তারা এএফডি-র সঙ্গে সরকার গড়বে না। ফলে দ্বিতীয় বৃহত্তম দল হয়েও সরকারে থাকতে পারবে না অতি দক্ষিণপন্থিরা।

অন্যদিকে, দুইটি জোট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এক সিডিইউ এসপিডি-কে সঙ্গে নিয়ে নতুন সরকার তৈরি করবে। অথবা তারা গ্রিন পার্টি বা সবুজ দলকেও জোটসঙ্গী করতে পারে। তবে সিডিইউ নেতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, জোট নিয়ে দীর্ঘ আলোচনা হবে।

অন্যদিকে এএফডি জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিটি দল যে 'ফায়ার ওয়াল' তৈরি করেছিল, ভোটাররা তার বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্লামেন্টে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, নিজেদের মধ্যে বিরোধ থাকলেও সংরক্ষণশীল এবং ডেমোক্র্যাট সমস্ত দলই এবারের নির্বাচনের আগে জানিয়েছিল, তারা কোনোভাবেই অতি দক্ষিণপন্থি এএফডি-কে সমর্থন করবে না। যা 'ফায়ার ওয়াল' রাজনীতি হিসেবে আলোচিত হয়েছিল।

নতুন চ্যান্সেলর কে: পরিস্থিতি যা, তাতে নতুন চ্যান্সেলর হতে পারেন সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, ইউরোপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে হবে।

ম্যার্ৎসকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শক্তিশালী ও সার্বভৌম ইউরোপীয় ব্লক গড়ে তোলার কথা বলেছেন ম্যার্ৎস। ম্যাক্রোঁ তার বার্তায় সেই বিষয়টির উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও অভিনন্দন জানিয়েছেন ম্যার্ৎসকে।

স্টারমার বলেছেন, জার্মানির সঙ্গে আমাদের বরাবরই শক্তিশালী সম্পর্ক। নতুন সরকারের আমলে সেই সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করছি।

নেতারা কেমন করলেন: সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস নিজের কেন্দ্রে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪৭ দশমিক সাত শতাংশ ভোট। তার সঙ্গে লড়াই করেছিলেন এএফডি প্রার্থী ডার্ক ওয়াইজ। তিনি পেয়েছেন, ২১ দশমিক চার শতাংশ ভোট।

ওলাফ শলৎস ২১ দশমিক আট শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি সিডিইউ প্রার্থীকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়েছেন। এই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং গ্রিন পার্টির নেত্রী আনালেনা বেয়ারবক। তিনিও পরাজিত হয়েছেন।

গ্রিন পার্টির নেতা তথা ওয়াইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক পরাজিত হয়েছেন। তাকে হারিয়েছেন সিডিইউ প্রার্থী পেট্রা নিকোলাইজেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরে বরণ ও বিদায়  সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলীর কনফারেন্স রুমে রবিবার (২৩...

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি দখলমুক্ত করে সংস্কারের দাবীতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত করে সংস...

কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  বীরগঞ্জে আলুচাষীদের মহাসড়ক অবরোধ

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও অহেতুক হয়রানি বন্ধের...

শ্রীমঙ্গলে ফিল্ড ট্রিপে নর্থ সাউথের শিক্ষার্থীরা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ফিল্ড...

শিবগঞ্জে গৌড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাব এর তৃতীয় প্রতিষ্ঠা ব...

সেঞ্চুরি হাঁকানো কোহলিকে নিয়ে আনুশকার প্রতিক্রিয়া ভাইরাল

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...সুসময়ে তো সবাই বাহবা দেয় কিন্তু দুঃসময়ে...

দুশ্চিন্তায় সময় কাটছে ভূমির, আছেন নিরাপত্তাহীনতায়

শুধু নারী হওয়ার কারণে নিজ দেশে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন ভূমি পেড়নেকর। সম...

ডিসেম্বরের আগেই কয়েকটি মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছে...

রায়পুরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপির পূর্ব সাগরদী হাফেজিয়া নূরানী মাদ্রাসা...

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসে ব্যবস্থা নিবে সরকার: ড: সায়েদুর রহমান

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন পাশে দ্রুত ব্যবস্থা নিবে সরকার বলে ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা