প্রতীকী ছবি
আন্তর্জাতিক

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

আমার বাঙলা ডেস্ক

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের। রাজ্যের হাওড়ার সাঁকরাইলে মেয়ের পড়াশুনা এবং বিয়ের খরচের জন্য স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন তার স্ত্রী। পরে স্বামীর কিডনি বিক্রির সেই টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। চাঞ্চল্যকর এ ঘটনায় ভুক্তভোগী ৩৯ বছর বয়সী পিন্টু বেজ তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন কলকাতা হাইকোর্টে।

জানা গেছে, ১৬ বছর আগে প্রেম করে সুপর্ণ বেজকে বিয়ে করেন পিন্টু বেজ। তাদের ১২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে কয়েক বছর ধরে পিন্টু-সুপর্ণের সংসারে চরম অনটন চলছিল। তাই স্ত্রীর অনুরোধে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন পিন্টু। প্রায় এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তিনি। পিন্টু ১০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া ১৪ লাখ টাকা) বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্যতা কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তার স্ত্রী সুপর্ণের মনে অন্য পরিকল্পনা।

স্বামীর কিডনি বিক্রির পর ফেসবুকে সম্পর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে ১০ লাখ রুপি নিয়ে পালিয়ে যান ওই স্ত্রী। এ ঘটনার পর স্ত্রী ও তার প্রেমিকের সন্ধান পান পিন্টু । পরে পরিবারের সদস্য, শ্বশুর-শাশুড়ি ও ১০ বছরের মেয়েকে নিয়ে সেখানে হাজির হন তিনি।

তবে এতে কোনো কাজ হয়নি। বরং স্ত্রী উল্টো স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘যা পারো, করো!’ এই ঘটনায় পিন্টু এখন আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, তদন্তকারীদের কাছে আগেই ওই নারী অর্থাৎ পিন্টুর স্ত্রী লিখিতভাবে জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী–স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করায়নি। সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস ও টিভিনাইন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো এলপি গ্যাসের দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৯ টাকা...

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫...

বছরে লাখে ক্যানসার রোগী শনাক্ত ৫৩ জন

জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনে দেখা গেছে, দেশের...

গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহতরা 

দাবি পূরণের আশ্বাস পেয়ে গভীর রাতে যমুনা থেকে সরে হ...

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি, কৃষক আলু ফেলে দিলেন রাস্তায়

আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অব...

সাবিনা ইয়াসমীন কখন বাসায় ফিরবেন

গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে!

সংসারে টানাটানি। মেয়ের পড়াশোনা, বিয়ের খরচ জোগাতে স্বামীকে তাই কিডনি বিক্রি ক...

সকালে ৩ বিদেশিকে ঢাকায় আনা রংপুর একশও করতে পারল না

এলিমিনেটর ম্যাচ, আর এই ম্যাচের আগে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি ফর...

এবার পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ-এর বেটি আসবেই’

শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠলো &ls...

অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন

দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্যের টাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা