ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ন্যাটো-মিত্র স্লোভাকিয়ায় নির্বাচনে রুশপন্থিদের জয়

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার নির্বাচনে জয় পেয়েছে রাশিয়াপন্থি দল। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মস্কোপন্থি জনপ্রিয় এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়েছে।

এছাড়া অবিলম্বে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দিয়ে রেখেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন এই দল।

রোববার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অনুষ্ঠিত স্লোভাকিয়ার সংসদীয় নির্বাচনে প্রায় সমস্ত ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বে মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি এতে জয়ী হতে চলেছে। মস্কোপন্থি এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়ে স্পষ্ট ব্যবধানেই সবচেয়ে এগিয়ে রয়েছে।

যদিও নির্বাচন শেষে এক্সিট পোলে উদার মধ্যপন্থি দলের জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভের বেশ বড় সমর্থক হিসেবে জোরালো ভূমিকা রেখে আসছে স্লোভাকিয়া।

তবে নির্বাচনে জয় পাওয়া মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি ইউক্রেনে অবিলম্বে সামরিক সহায়তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো অবশ্য এর আগে এক দশকেরও বেশি সময় ধরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিক জান কুচিয়াক হত্যাকাণ্ডের পর ফিকো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন।

স্লোভাকিয়ায় সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হওয়ায় এখন তিনি পরবর্তী সরকার গঠনের বিষয়ে জোট গঠনের আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। যদিও নতুন পার্লামেন্টে উদারপন্থি থেকে ডানপন্থি পর্যন্ত ১০টির মতো দল থাকতে পারে, যা জোট গঠনের প্রক্রিয়াটিকে দীর্ঘ ও জটিল করে তুলতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে।

এছাড়া উদারপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি নির্বাচনে জয় পাবে বলে এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হলেও দলটি শনিবারের নির্বাচনে প্রায় ১৭ শতাংশ ভোট পেয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে স্লোভাকিয়া কিয়েভকে সহায়তা করে যাচ্ছে। রুশ আগ্রাসন শুরুর পর স্লোভাকিয়াই প্রথম দেশ হিসেবে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা পাঠায় এবং কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেয়।

কিন্তু রবার্ট ফিকো ক্ষমতায় এলে সবই বদলে যাবে। ফিকো কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য স্লোভাকিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমনকি ফিকো সম্প্রতি তার সমর্থকদের বলেছেন, স্মেয়ার-এসএসডি পার্টি সরকার গঠন করলে, ইউক্রেনে এক রাউন্ড গোলাবারুদও পাঠানো হবে না।

বিবিসি জানিয়েছে, রবার্ট ফিকোর এই হুমকিটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্যদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের শুরু থেকে স্লোভাকিয়া কিয়েভের প্রতি অনুগত ও অবিচল মিত্র হিসেবে রয়েছে এবং ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও হেলিকপ্টার সরবরাহ করার পাশাপাশি অবসরপ্রাপ্ত মিগ-২৯ ফাইটার জেটের পুরো বহরও ইউক্রেনকে দান করেছে।

রবার্ট ফিকোর দল স্মেয়ার-এসএসডি মূলত স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং সামাজিক সুরক্ষার বিষয়ে স্লোভাকিয়ায় প্রচারণা চালিয়েছে। এছাড়া স্লোভাকিয়া হয়ে পশ্চিম ইউরোপে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বেগ জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চেয়েছি

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ...

ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা ক...

আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ডিবিতে থাকবে না আয়নাঘর। থাকবে না কোনো ভাত...

পূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

উপস্থানায় আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস...

বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত 

জেলা প্রতিনিধি : বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছা...

সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচি...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

একদিনে ৩১ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা